চিনি ও পাম তেলের দাম নির্ধারণ করে দিল সরকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:০৭| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৮

চিনি ও পাম তেলের দাম বেঁধে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি কেজি প্যাকেটজাত চিনির খুচরা মূল্য সর্বোচ্চ ৮৯ টাকা, খোলা প্রতি কেজি ৮৪ টাকায় বিক্রি হবে। আর পাম তেল প্রতি লিটার বিক্রি হবে ১৩৩ টাকায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নুরুল হক স্বাক্ষরিত বহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই দুটি নিত্যপণ্যের সরকার নির্ধারিত মূল্য ২৫ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
(ঢাকাটাইমস/২২ সেপ্টেম্বর/ওএফ)

মন্তব্য করুন