নরসিংদীতে ফেসবুকে পোস্ট দিয়ে কলেজশিক্ষকের আত্মহত্যা

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৩
অ- অ+

ফেসবুকে পোস্ট দিয়ে নরসিংদী মডেল কলেজের শিক্ষক আব্দুল্লাহ আলী (৩০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার রাতে নরসিংদীর শহরতলীর হাজীপুর মৌলভীপাড়ায় তার নিজ বাসভবন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

আব্দুল্লাহ আলী নরসিংদী মডেল কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ছিলেন। তার অন্তঃস্বত্তা স্ত্রী ও চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। ঘটনার সময় তার স্ত্রী বাসায় ছিলেন না।

আত্মহত্যার প্রায় ১৪ ঘণ্টা আগে তার ব্যক্তিগত ফেসবুক ওয়ালে “আই এম ডেস্ট্রয়িং মাইসেল্ফ” লিখে একটি পোস্টও করেন তিনি।

ঘটনার দিন রাত ৯টার দিকে আব্দুল্লাহর কক্ষ বন্ধ পেয়ে তার পরিবারের লোকজন তার স্ত্রীকে খবর দেয়। স্ত্রী দ্রুত বাসায় ফিরে এসে জানালা দিয়ে ফেনের সাথে ঝুলন্ত স্বামীকে দেখতে পায়। সে বেঁচে আছে ভেবে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ নিচে নামায়। ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ঘটনাস্থল থেকে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তবে আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের কন্ঠরোধে ৩২টি আইন থাকলেও সুরক্ষায় কোনো আইন নেই: কাদের গনি চৌধুরী 
তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা