গাঁজাসহ সাবেক মন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৪
অ- অ+

সিরাজগঞ্জের বেলকুচিতে গোয়াল ঘর থেকে ১০ কেজি গাঁজাসহ নুরনবী বিশ্বাস (৩৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বুধবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার নুরনবী বিশ্বাস উপজেলার মেঘুল্লা উত্তরপাড়া গ্রামের আব্দুল করিম বিশ্বাসের ছেলে ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের ভাতিজা।

ওসি তাজমিলুর রহমান বলেন, গাঁজা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদে বুধবার রাতে উপজেলার মেঘুল্লা উত্তরপাড়ায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নুরনবী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে গাঁজা বিক্রয়ের কথা স্বীকার করে।

তার স্বীকারোক্তি অনুয়ারী গোয়াল ঘরের ভেতর থেকে একটি বস্তা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা