চাকরির আবেদন ফি বেঁধে দিল সরকার, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ২০:০৮ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:২২

সরকারি চাকরি প্রত্যাশীদের পরীক্ষা ফি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। সব মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/ দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে জনবল নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা ফি পুনঃনির্ধারণ করে রবিবার (২৫ সেপ্টেম্বর) এই প্রজ্ঞাপন জারি করা হলো।

অর্থ মন্ত্রণালয়ের উপসচিব নারগিস মুরশিদা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখিত নতুন ফি অনুযায়ী নবম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের (নন ক্যাডার) ফি বাবদ ৬০০ টাকা। দশম গ্রেডের জন্য ৫০০ টাকা। ১১তম থেকে ১২তম গ্রেডের ফি বাবদ ৩০০ টাকা। ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ২০০ টাকা। ১৭তম থেকে ২০তম গ্রেডের জন্য ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

টেলিটকের মাধ্যমে অনলাইনে পরীক্ষার ফি নেওয়া হবে। এর বিনিময়ে টেলিটক সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন পাবে।

টেলিটকের মাধ্যমে ফি বাবদ টাকা পাঠানোর তিন কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা হবে। এরপর ওই প্রতিষ্ঠান দ্রুত চালানের মাধ্যমে এই অর্থ সরকারি কোষাগারে জমা করবে।

অনলাইনে ফি জমা না দিলে চালানের মাধ্যমে তা গ্রহণ করা হবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট, পে-অর্ডারে অর্থ নিতে পারবে।

(ঢাকাটাইমস /২৫ সেপ্টেম্বর/একে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :