সেনবাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৯| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৪
অ- অ+

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে সারাদেশের ন্যায় নোয়াখালীর সেনবাগে ও চলছে পুরোদমে প্রতিমা ও পূজা মণ্ডপ তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা। এবছর সেনবাগ উপজেলায় ১৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা আয়োজন করা হচ্ছে। বেশির ভাগ মন্ডপে চলছে শেষ মুহুতে প্রস্তুতি। রঙ তুলির আঁচড়ে দেবী দুর্গাকে মূর্ত করে তোলার চেষ্টায় প্রতিমা শিল্পীরা। সনাতন ধর্মের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে ১লা অক্টোম্বর থেকে উদযাপন করতে ইতিমধ্যে পূজা উদযাপন কমিটির সভাপতি-সম্পাদকদের নিয়ে পৃথক ভাবে মিলিত হয়ে স্থানিয় সংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি, স্থানীয় চেয়ারম্যান গন শান্তিপূর্ন ভাবে দূর্গাপূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্প্রন্ন করেছেন।

সোমবার বিভিন্ন মন্দির ও মণ্ডপ ঘুরে দেখা গেছে, দূর্গাপূজা উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে চলছে ব্যাপক সাজসজ্জার প্রস্তুতি। প্রতিটি পূজা মন্ডপের জন্য তৈরি হচ্ছে দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গনেশ, অসুর, সিংহ, হাস, পেঁচা, সাপসহ বিভিন্ন ধরনের প্রতিমা। ইতোমধ্যে অনেক মন্ডপে শুরু হয়েছে প্রতিমা রঙ করার কাজও। এছাড়া মন্দিরের বাহিরে বৃষ্টির হাত থেকে দর্শনার্থীদেন জন্য ত্রিপলের ছাউনি তৈরি করা হয়েছে মন্ডপে মন্ডপে।

সেনবাগ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ কুমার দাস বলেন, উপজেলায় সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কে ঘিরে সনাতন ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে । ইতোমধ্যে পূজা উদযাপনে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ‘প্রতিমা তৈরি, পূজা উদযাপন এবং প্রতিমা বিসর্জনসহ দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ রয়েছে। একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বিক দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা শান্তিপূর্ণভাবে সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা সংক্রান্ত সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা