এসআই পদে সুপারিশপ্রাপ্ত হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৪| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৭
অ- অ+

বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে সুপারিশপ্রাপ্ত হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের ৬০ জন শিক্ষার্থী। সোমবার তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক মো. ইমদাদুল হক।

উপাচার্য সুপারিশপ্রাপ্ত এসআইদের উদ্দেশ্যে বলেন, ‘এটা নিঃসন্দেহে আমাদের জন্য খুশির খবর। তবে আমাদের মাথায় রাখতে হবে আমরা সব সময় দেশের জন্য কাজ করব। তোমাদের সব সময় সৎ থাকতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দীন আহমদ ও প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল। কামালউদ্দীন আহমদ বলেন, ‘আমাদের শত সংকটের মধ্যেও যখন আমরা এমন খুশির সংবাদ পাই তখন খুবই ভালো লাগে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা আরও ভালো জায়গায় স্থান করে নিয়ে দেশের জন্য কাজ করুক।’

এসআই পদে সুপারিশপ্রাপ্ত শিক্ষার্থীদের সিংহভাগ শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরিতে পড়াশোনা করেছেন এবং সফল হয়েছেন বলে জানান। এ সময় তারা উন্মুক্ত লাইব্রেরি সাধারণ ও সাবেক শিক্ষার্থীদের জন্য খোলা রাখা এবং পড়ালেখা করার সুষ্ঠু পরিবেশ রাখার দাবি জানান।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে চোরাচালানে ‘জিরো টলারেন্সে’ কাস্টমস
মাহদির নতুন মিউজিক ভিডিও ‘জানরে তুই আয়না’
শাহ্জালাল ইসলামী ব্যাংকের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির (ইডিপি) সমাপনী ও সনদ বিতরণ 
রূপালী ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা