ঢাবিতে ছাত্রদলের হামলার ঘটনায় গণফোরামের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৫| আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৭
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণফোরাম। একইসঙ্গে বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সংঘাত বন্ধ করে সহাবস্থান ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জোর দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান গণফোরাম সভাপতি জননেতা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, 'গণতন্ত্র উদ্ধার লড়াইয়ের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ সরকারের ছত্রছায়ায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড শিক্ষার পরিবেশ চরমভাবে ব্যাহত করছে। বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে, সহাবস্থান অনুপস্থিত, ভিন্নমতের উপর দমন-পীড়ন ও নির্যাতনের ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।'

আরও বলেছেন, 'বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসনের দায়িত্বহীনতা ও বিচারহীনতা সন্ত্রাসীদেরকে সুযোগ করে দিচ্ছে। শিক্ষার্থীরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ছাত্র রাজনীতির অতীত ইতিহাস সমৃদ্ধ। সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে নইলে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের নিকট জিম্মি হয়ে থাকবে সাধারণ শিক্ষার্থীরা। দেশে মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার আনায়নে বিশ্ববিদ্যালয় সমূহে সহাবস্থান ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশের কোন বিকল্প নেই।'

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা