পুরস্কৃত হলো আলোকচিত্রী শামসুল হক রিপনের দুই ছবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০২:১৩
অ- অ+

বিশ্ব পর্যটন দিবসে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর আয়োজনে ছবি প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে আলোকচিত্রী শামসুল হক রিপনের দুই ছবি। তার মধ্যে একটি ছবি তৃতীয় হয়েছে।

স্বীকৃতি হিসেবে রিপন পেয়েছেন ক্রেস্ট ও ৩০ হাজার টাকা সম্মানি। সোমবার (২৭ সেপ্টেম্বর) রিপনের হাতে পুরস্কার তুলে দেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, এমপি।

এক সময় শখে ছবি তুলতেন রিপন, কিন্তু এখন ছবি তোলা ই তার পেশা। তিনি ঘুরে বেড়াতে ভালোবাসেন। ইতোমধ্যে বাংলাদেশের ৫৬টি জেলার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। ঘুরতে ঘুরতে এক সময় তার মনে হলো তিনি যা দেখছেন তা স্মৃতির ফ্রেমে ধরে রাখা দরকার। তখন থেকেই ক্যামেরায় ছবি তুলে রাখা শুরু করেন।

রিপন বলেন, এরমধ্যে ২০১২ সালে আমাকে একটা অনলাইন নিউজ পোর্টাল তাদের সাথে যোগ দিতে বলল, আমি রাজি হয়ে গেলাম। এরপর থেকেই আমার পেশাগতভাবে ফটোসাংবাদিকতা শুরু।

রিপন বলেন, গণমাধ্যমে কাজ করতে গিয়ে আমি সমৃদ্ধ হয়েছি। আমার ছবি তোলার দক্ষতা বেড়েছে। তাই আজকের এই প্রাপ্তিতে আমি আমার সকল কর্মস্থল ও সেখানকার সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি আমাকে আরও অনেক ভালো কাজ করার প্রেরণা দেবে।

ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
চাঁদপুরে আদালতে মামলার শুনানি অবস্থায় আইনজীবীর মৃত্যু
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা