টেকনাফ সীমান্তে ফের গুলির শব্দ, আতঙ্ক কাটছেই না

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৪ | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২১:৫২

কক্সবাজারে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের ওপারে ফের গুলি ও মর্টার শেলের বিকট শব্দ শোনা গেছে। উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্তে স্থানীয় লোকজন বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে গুলির আওয়াজ শুনেছে।

উলুবনিয়া গ্রামের বাসিন্দা জাফর আলম বলেন, রাত সাড়ে সাতটার দিকে দশ থেকে বারোটি গুলির আওয়াজ শুনেছি। দুয়েকটি খুব বিকট শব্দ ছিল। আমরা ভয়ে আছি এখানে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের মেম্বার সিরাজুল মোস্তফা লালু বলেন, আমি নিজেও বিকট শব্দে গুলির আওয়াজ শুনেছি। সম্ভবত মিয়ানমারের শীলখালী এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগেও গত মঙ্গলবার উলুবনিয়া ও হারাংগা ঘোনা সীমান্তে গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

এর আগে বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ১২-১৫ বার এই শব্দ শোনা গেছে।

সীমান্তের বাসিন্দারা জানান, এমন পরিস্থিতিতে সীমান্তের বাসিন্দারা আশংকা করছেন, আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামতে পারে। কারণ, ২০১৭ সালে ২৫ আগস্ট রোহিঙ্গা একটি বড় অংশ এই এলাকা দিয়ে অনুপ্রবেশ করেছিল।

মিয়ানমার সীমান্তবর্তী এলাকা হওয়ায় সবচেয়ে বেশি শব্দ পান হেডম্যান পাড়া, বাঁইশফাড়ি, ঢেকুবনিয়া, গর্জনিয়া, বাজার পাড়া এবং শূন্যরেখার রোহিঙ্গারা।

এদিকে গত পাচঁ বছর ধরে ওই সীমান্তের শূন্যরেখার কোনাপাড়ায় বসবাস করে আসছেন চার হাজারের বেশি রোহিঙ্গা। সম্প্রতি সময় মর্টারশেল-গোলা ছোড়ার পাশাপাশি সীমান্তে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের ঘটনায় নো ম্যানস-ল্যান্ডে থাকা রোহিঙ্গার পাশাপাশি স্থানীয়দের ওপর চলাচলে সতর্ক করেছে সেখানকার দায়িত্বে থাকা বিজিবি।

গত এক মাসের বেশি সময় ধরেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু পয়েন্টে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলছে। এ অবস্থায় অসহায় হয়ে পড়েছে নো ম্যানস ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গারা।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :