জাপোরঝিয়ায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ২৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৪:২১| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৭:১১
অ- অ+
ছবি- রয়টার্স

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরঝিয়া শহরের উপকণ্ঠে বেসামরিক যানবাহনের একটি কনভয়তে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৩ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে। আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী শহরের বিস্তীর্ণ ওরেখভো গাড়ির বাজারে মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন বলে নিশ্চিত করেছেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে গাড়ির লাইনের পাশে মাটিতে গর্ত সৃষ্টি করেছে বলেও তিনি জানিয়েছেন।

জাপোরঝিয়া আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার স্টারুক টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, ‘এখন পর্যন্ত, ২৩ জন মারা গেছে এবং ২৮ জন আহত হয়েছে। তারা সকলেই বেসামরিক নাগরিক।

পুলিশ এবং জরুরী কর্মীরা উদ্ধারকাজের জন্য ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে ছুটে এসেছিলেন।

নাটালিয়া নামে এক মহিলা বলেছেন, তিনি এবং তার স্বামী জাপোরঝিয়াতে তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজা যুদ্ধ থেকে ফিরে আসা ইসরায়েলি সেনারা ট্রমায় আক্রান্ত, বাড়ছে আত্মহত্যার ঘটনা
টেকনাফে ডাকাতদলের পাহাড়ি আস্তানা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
দুই মাঠে খেলে রোমাঞ্চকর লড়াইয়ে বাংলাদেশের জয়!
পবিত্র কাবার ওপরে সরাসরি সূর্যের অবস্থান, মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিকনির্দেশনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা