একসঙ্গে ‘ক্লাসরুম’ মাতাবেন তাহসান-ঐশী

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২২, ১০:১৯
অ- অ+

এসএসসি ২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রীক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’-এর তৃতীয় বার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে আগামী ২৮ অক্টোবর। এ উপলক্ষে সেদিন বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। সেখানে একসঙ্গে পারফর্ম করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী-অভিনেতা তাহসান খান ও পাওয়ার ভয়েজ ঐশী।

‘ক্লাসরুম’-এর তৃতীয় বার্ষিকী উপলক্ষে আগামী ২৮ অক্টোবর সকল বন্ধু একত্রিত হবেন বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। তাহসান-ঐশী ছাড়াও ‘ক্লাসরুম’ বন্ধু রাফায়েল মুরসালিনের পারফরমেন্স, ডিজেসহ দিনভর আনন্দে ও গানে উৎসবমুখর পরিবেশে কাটাবে ক্লাসরুমে আগত বন্ধুরা।

ক্লাসরুম কর্তৃপক্ষ জানায়, ‘গত বছর নগরবাউল জেমস ‘ক্লাসরুম’ মাতায় জনপ্রিয় সব গান নিয়ে। সেটি ছিল ইতিহাস! এবার ক্লাসরুম মাতাবেন তাহসান ও ঐশী। যাদের গানে বুদ হয়ে যায় দেশের সবাই। এই ২১ বছর পূতিতে সব বন্ধুকে একত্রিত করতেই ফের আমরা মিলিত হচ্ছি এক ছাদের নিচে। বন্ধুদের নিয়ে হবে খাওয়া-দাওয়া, আনন্দ, গানে মাতামাতি আর আড্ডা।’

তাহসান বলেন, ‘দেখা হবে ২৮ অক্টোবরে। প্রিয় সব গান হবে। আশা করছি, উপভোগ্য একটি অনুষ্ঠান হবে। ’ ঐশী বলেন, ‘আমি বরাবরই এমন ধরণের আয়োজন পছন্দ করি। যেখানে গানের সঙ্গে প্রিয় বন্ধুদের আড্ডা-দারুণ বিষয়! আশা করছি, সেদিন দেখা হবে ক্লাসরুমের দুষ্টু পোলাপানের সঙ্গে।’

(ঢাকাটাইমস/৫অক্টোবর/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা