জমকালো টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২২, ০৮:৪৯
অ- অ+

আজ সেই মাহেন্দ্রক্ষণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হবে এদিন। রবিবার বিশ্বকাপের এবারের আসরের প্রথম ম্যাচে মাঠে নামছে শ্রীলঙ্কা ও নামিবিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বাছাইপর্বের খেলা শেষে বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে চলতি মাসের ২২ তারিখে।

বিশ্বকাপের বাছাইপর্বের দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। এ গ্রুপের চার দলই খেলতে নামবে রবিবারে। প্রথম ম্যাচে মুখোমুখি নামিবিয়া-শ্রীরঙ্কা। আর দিনের দ্বিতীয় ম্যাচে এশিয়ার আরেক দল সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।

এদিকে একদিন পরেই মাঠে নামবে ‘বি’ গ্রুপের চারটি দল। ওই দিনের প্রথম ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। এরপর বাংলাদেশ সময় দুপুরে খেলবে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্তৃক প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাছাইপর্বে খেলতে হচ্ছে না বাংলাদেশকে। সরাসরি সুপার টুয়েলভে খেলবে সাকিব আল হাসান বাহিনী। ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে খেলবে সাকিব আল হাসানের দল। সেদিন বাংলাদেশের প্রতিপক্ষ হবে প্রথম রাউন্ডে এ গ্রুপের রানার্স আপ দল।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় দুজন আটক
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা