জমকালো টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ

আজ সেই মাহেন্দ্রক্ষণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর শুরু হবে এদিন। রবিবার বিশ্বকাপের এবারের আসরের প্রথম ম্যাচে মাঠে নামছে শ্রীলঙ্কা ও নামিবিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। বাছাইপর্বের খেলা শেষে বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে চলতি মাসের ২২ তারিখে।
বিশ্বকাপের বাছাইপর্বের দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল মূলপর্বে খেলার সুযোগ পাবে। এ গ্রুপের চার দলই খেলতে নামবে রবিবারে। প্রথম ম্যাচে মুখোমুখি নামিবিয়া-শ্রীরঙ্কা। আর দিনের দ্বিতীয় ম্যাচে এশিয়ার আরেক দল সংযুক্ত আরব আমিরাত মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।
এদিকে একদিন পরেই মাঠে নামবে ‘বি’ গ্রুপের চারটি দল। ওই দিনের প্রথম ম্যাচে উইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। এরপর বাংলাদেশ সময় দুপুরে খেলবে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি কর্তৃক প্রকাশিত র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাছাইপর্বে খেলতে হচ্ছে না বাংলাদেশকে। সরাসরি সুপার টুয়েলভে খেলবে সাকিব আল হাসান বাহিনী। ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে খেলবে সাকিব আল হাসানের দল। সেদিন বাংলাদেশের প্রতিপক্ষ হবে প্রথম রাউন্ডে এ গ্রুপের রানার্স আপ দল।
(ঢাকাটাইমস/১৬অক্টোবর/এফএ)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

মেয়াদ বাড়িয়ে ভারতের কোচ থাকছেন রাহুল দ্রাবিড়ই

তাইজুলের জাদুতে কিউইদের বিপক্ষে লিডের আশা বাংলাদেশের

এএফসি এশিয়ান কাপ: ফুটবল ভক্তদের জন্য মাসব্যাপী পর্যটন শো করবে ইরান

জীবন পেয়ে সেঞ্চুরি তুলে নিলেন কেন উইলিয়ামসন

দ্বিতীয় সেশনে সুযোগ মিসের আক্ষেপ টাইগারদের

পিএসজির মান বাঁচালেন কিলিয়ান এমবাপ্পে

বিশ্বকাপের ব্যর্থতা অনুসন্ধানে বিসিবির তিন সদস্যের কমিটি গঠন

দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২ উইকেটে ৭৮ রান কিউইদের

মাগুরার পথে সাকিব, সঙ্গে বিশাল গাড়িবহর
