ট্রাকের নিচে পড়ে মারা গেল এক মাদকাসক্ত

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পিন্টু মল্লিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত পিন্টু মল্লিক চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদপাড়ার রবি মল্লিকের ছেলে। তিনি একটি বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরে মদ খেয়ে মাতাল অবস্থায় জীবননগর বাসস্ট্যান্ড এলাকায় জীবননগর যাওয়ার জন্য একটি ট্রাক থামান পিন্টু মল্লিক। ট্রাকে ওঠার সময় পা পিছলে ট্রাকের নিচে পড়েন তিনি। এতে তার বাম পা ট্রাকের চাকার নিচে পড়ে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নূর জাহান রুমী জানান, সড়ক দুর্ঘটনায় পিন্টু মল্লিকের বাম পা রক্তাক্ত জখম হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, নিহতের মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এআর)

মন্তব্য করুন