সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২২, ১৩:২৭| আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৩:৫৬
অ- অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর মৌজার মরহুম শফিউদ্দিন আহম্মদের ছেলে মো. শাহিনূর শাওন এ অভিযোগ করেন।

এলাকাবাসী ও সাংবাদিকদের উপস্থিতিতে তিনি বলেন, একই ইউনিয়নের ডহরপাড়া গ্রামের মৃত ইউসুফের ছেলে আলমগীর ও নগর সাদিপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে গাজিউর রহমানসহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ মিলের অভ্যন্তরে থাকা আমাদের জমিতে বাউন্ডারির কাজ করছে। আমরা বাধা দিলে আমাদেরকে অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমার ৩ শতক ফসলি জমি তারা জোরপূর্বক দখল করে রেখেছে। জমিতে কাজ করতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে মেঘনা গ্রুপের লালিত সন্ত্রাসীরা। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

ভুক্তভোগী গোলাম হক্কানি আলম জানান, মেঘনা গ্রুপের ভূমিদস্যু দালালরা আমার জমিতে জোরপূর্বক বালু ভরাট করে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমি আমার জমির ন্যায্য মূল্য পাইনি। মেঘনা গ্রুপের কর্মকর্তা কার্তিক বাবুর সাথে যোগাযোগ করলে তিনি আমাকে জমি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন কিন্তু এখনও পর্যন্ত আমার জমি ফিরে পাইনি।

তিনি বলেন, এ বিষয়ে মেঘনা গ্রুপের লোকজন আমার সাথে কোন প্রকার যোগাযোগ না করে আমার ফসলি জমিতে জোরপূর্বক বালু ভরাট করে ইট বালু পাথর ফেলে দখল করে রেখেছে।

একই এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম রেজা বলেন, দীর্ঘদিন ধরে দেখে আসছি এই জমি শাহিনূর শাওনরা ভোগ দখল করে খাচ্ছে। তারা দীর্ঘদিন এ জমিতে চাষাবাদ করে আসছে। জোরপূর্বক দখল করার চেষ্টা করছে কিছু স্থানীয় লোকজন ও মেঘনা গ্রুপের লালিত সন্ত্রাসীরা। তিনি বলেন, এভাবে চলতে থাকলে এলাকার সাধারণ মানুষ কিভাবে তাদের জীবিকা নির্বাহ করবে।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুজন আটক
স্কুলছাত্রকে পিস্তল ঠেকিয়ে তুলে নেওয়ার ২ ঘণ্টা পর ফেরত দিলো অস্ত্রধারীরা
জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের
ষড়যন্ত্রকারী যত চেষ্টাই করুক সফল হবে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা