ইউক্রেনের জন্য ৪০ কোটি ডলারের নতুন প্যাকেজ ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২২, ১১:০৪
অ- অ+

ইউক্রেনের জন্য ৪০ কোটি ডলারের নতুন প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

সহায়তা প্যাকেজে যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সরঞ্জামের ভাণ্ডারের অস্ত্র, গোলাবারুদ এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ।

এর অন্যতম লক্ষ্য হচ্ছে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর চালানো রাশিয়ার ক্রমবর্ধমান হামলা মোকাবেলায় কিয়েভকে সাহায্য করা। খবর এএফপির।

মার্কিন পররাষ্ট্র বিভাগ আরও জানায়, ২০২১ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার পর থেকে ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের মোট সামরিক সহায়তার পরিমাণ এখন প্রায় ১৯৭০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। তারা সম্প্রতি ইউক্রেনের জন্য দেয়া মাল্টি-মিলিয়ন ডলারের এসব সহায়তা প্যাকেজের কথা জানায়। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ব্রিটেন, ফ্রান্স ও সুইডেন কিয়েভকে এ ধরনের সহায়তা প্যাকেজ প্রদান করে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন নতুন সহায়তার ঘোষণা দিয়ে এক বিবৃতিতে বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ‘ইউক্রেনের যতদিন সমর্থন প্রয়োজন হবে আমরা ততদিন দেশটিকে সমর্থন অব্যাহত রাখব, যাতে তারা নিজেদের রক্ষায় লড়াই চালিয়ে যেতে পারে এবং সময় আসলে আলোচনার টেবিলে সবচেয়ে শক্তিশালী অবস্থানে থাকতে পারে।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি, বাড়ি ছেড়ে রাস্তায় মানুষ
দেশের ৭টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভোলায় সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধূকে ‘ধর্ষণ’
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা