নোয়াখালীতে সমতায় যাত্রা তারুণ্যের সাইকেল মার্চ

নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা দূর করার লক্ষ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবসের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী মুজিব চত্বরের সামনে থেকে ‘সমতায় যাত্রা-তারুণ্যের সাইকেল মার্চ’ শীর্ষক সাইকেল র্যালি বের করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দেওয়ান মাহবুবুর রহমান। পরে তিনি র্যালিতে অংশ নিয়ে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের উদ্বোধন করেন।
র্যালিটি মুজিব চত্বর থেকে বের হয়ে নোয়াখালী জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে এক সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে তা শেষ হয়।
কর্মসূচিতে অংশ নেন সামাজিক সংগঠন প্রাণ, এনআরডিএস, বন্ধন, এসএইচবিওসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থা। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এর আগে মুজিব চত্বরে ঐক্যবন্ধনে অংশ নেন তারা।
আয়োজকরা জানান, বৈশ্বিক প্রচারাভিযানের অংশ হিসেবে নারীর প্রতি সহিংসতা মুক্ত সংস্কৃতির বিকাশে তরুণদের অংশগ্রহণে এ কর্মসূচি।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এলএ)

মন্তব্য করুন