ঢাবিতে ‘সেইভ’ এর দুই দিনব্যাপী কর্মশালা

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২২, ২২:৫৪
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘সেইভ ইয়ুথ বাংলাদেশ’ এর দুই দিনব্যাপী ‘শান্তির প্রচার, সহিষ্ণুতা ও বৈচিত্র্যতা’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটরাল সিস্টেম (আইএফইএস) এর কান্ট্রি ডিরেক্টর (শ্রীলঙ্কা ও বাংলাদেশ) সিলিয়া পেসিলিনা কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন।

সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে প্রথম দিনের কর্মশালা। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান প্রধান অতিথি হিসেবে কর্মশালা পরিদর্শন করেন।

কর্মশালাটি পরিচালনা করেন ‘সেইভ ইয়ুথ বাংলাদেশ’ এর ন্যাশনাল মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের অক্টোবরে ‘সেইভ’ বাংলাদেশে কাজ শুরু করে। তরুণদের জন্য ভিন্নধর্মী প্লাটফর্ম হিসেবে সংগঠনটি শান্তির প্রচার, সহিষ্ণুতা, বৈচিত্র্যতার প্রতি সম্মান ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কাজ করে। এছাড়াও সকল প্রকার সংঘাতের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছে সংগঠনটি।

পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব ও সক্ষমতার উন্নয়নে ভূমিকা রাখছে ‘সেইভ’। এখন পর্যন্ত সংগঠনটি দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ে দুই শতাধিক কর্মশালা ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এতে প্রায় দুই হাজারেরও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তেরোটি চ্যাপ্টার (কমিটি) কাজ করে যাচ্ছে ‘সেইভ ইয়ুথ বাংলাদেশ’।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এসকে/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
নারীদের প্রযুক্তি খাতে এগিয়ে নিতে SheSTEM ও ওয়ালটনের নতুন চুক্তি
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা