সবার আগে বিশ্বকাপ থেকে স্বাগতিক কাতারের বিদায়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ০০:৫৮ | প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ০০:৪৯

খলিফা আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে চলছিল ‌নেদারল্যান্ডস-ইকুয়েডর মধ্যকার ম্যাচ। আর অন্যদিকে বাজছিল স্বাগতিক কাতারের বিদায়ের ঘণ্টা। দুদল মধ্যকার এই ম্যাচটি শেষ হয় ১-১ গোল ব্যবধানে। আর ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফিফা বিশ্বকাপের ২২তম আসর থেকে প্রথম দল হিসেবে বাদ পড়ল স্বাগতিক কাতার।

অবশ্য কাতারের বাদ পড়া ছিল সময়ের অপেক্ষা মাত্র। কেননা এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের কাছে ২-০ গোল ব্যবধানে হেরেছিল কাতার। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার সেনেগালে কাছে হেরেছে ৩-১ গোল ব্যবধানে। ফলে শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জেতা খুব একটা সহজ হবে না।

আর জিতলেও উঠতে পারবে না রাউন্ড অব সিক্সটিনে। কেননা এই গ্রুপে ইতিমধ্যেই তিন পয়েন্ট অর্জন করেছে সেনেগাল। অন্যদিকে নেদারল্যান্ডস ও ইকুয়েডরের সংগ্রহও ছিল তিন। আর এই ম্যাচ ড্র হওয়ায় দুদলের সংগ্রহই দাঁড়িয়েছে ৪ করে। ফলে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডর-সেনেগাল ম্যাচে যাই ফলাফল আসুক না কেন সেখান থেকে নিশ্চিত ভাবে পরের রাউন্ডে চলে যাবে অন্তত একটি দল। আবার দুদলই টিকে যেতে পারে। সেক্ষেত্রে নেদারল্যান্ডসকে কাতার হারালে দেখা হবে গোল ব্যবধান।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :