নরসিংদীতে পিকআপভ্যান চাপায় এসআই নিহত

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ১৬:১৪
অ- অ+

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মো. সবুজ (৩০) নামে পুলিশের এসআই নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বড়ইতলা এলাকা থেকে ঢাকায় যাওয়ার পথে কারার চরে মদিনা জুটমিল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সবুজ নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছে ডেমরা থানার (পরিদর্শক-তদন্ত) মো. ফারুক মোল্লা।

জানা যায়, নিহত সবুজ ডেমরা থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

নরসিংদী শিবপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নুর উদ্দিন বলেন, সকাল ৯টায় শিবপুরের বড়ইতলা এলাকা থেকে ঢাকায় যাওয়ার পথে কারার চরে মদিনা জুটমিল ফ্যাক্টরির সামনে তার মোটরসাইকেলটির ওপর বিপরীত দিক থেকে পিকআপ ভ্যান তুলে দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার (পরিদর্শক-তদন্ত) মো. ফারুক বলেন, তার লাশ ঢাকা মেডিকেল থেকে বিনা ময়নাতদন্তে গ্রহণ করার জন্য আবেদন করেছি। আবেদন মঞ্জুর করা হলে আমরা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবো।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা দেশের জন্য হুমকি স্বরূপ: আমিনুল হক 
৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
আমরা নতুন কিছু গড়ার সক্ষমতা রাখি: প্রধান উপদেষ্টা 
শিক্ষার্থী সাম্য হত্যা: ঢাবিতে একদিনের শোক ঘোষণা, অর্ধদিবস ক্লাস-পরীক্ষা বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা