নরসিংদীতে পিকআপভ্যান চাপায় এসআই নিহত

নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় মো. সবুজ (৩০) নামে পুলিশের এসআই নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বড়ইতলা এলাকা থেকে ঢাকায় যাওয়ার পথে কারার চরে মদিনা জুটমিল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সবুজ নরসিংদীর বেলাব উপজেলার খামারের চর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছে ডেমরা থানার (পরিদর্শক-তদন্ত) মো. ফারুক মোল্লা।
জানা যায়, নিহত সবুজ ডেমরা থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
নরসিংদী শিবপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নুর উদ্দিন বলেন, সকাল ৯টায় শিবপুরের বড়ইতলা এলাকা থেকে ঢাকায় যাওয়ার পথে কারার চরে মদিনা জুটমিল ফ্যাক্টরির সামনে তার মোটরসাইকেলটির ওপর বিপরীত দিক থেকে পিকআপ ভ্যান তুলে দেয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার (পরিদর্শক-তদন্ত) মো. ফারুক বলেন, তার লাশ ঢাকা মেডিকেল থেকে বিনা ময়নাতদন্তে গ্রহণ করার জন্য আবেদন করেছি। আবেদন মঞ্জুর করা হলে আমরা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করবো।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

যাত্রাবাড়ীতে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

ক্যান্টনমেন্টে গঠিত দল গণতান্ত্রিক হয় না: শিক্ষামন্ত্রী

নোয়াখালীতে কৃষি জমিতে মাটি কাটায় অর্থদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

‘গ্রামে গঞ্জে মানুষের কাছে সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে’

গাজীপুরে আগুনে ক্ষতিগ্রস্ত বৃদ্ধাকে যুবলীগ নেতার ঘর উপহার

‘বাসন্তী মার্কা মিথ্যা প্রচারণায় আমরা যেন বঙ্গবন্ধু কন্যাকে না হারাই’

চুয়াডাঙ্গায় ট্রাক্টরচাপায় কৃষক নিহত

কুষ্টিয়ায় দুদকের মামলায় গ্রামীণ ব্যাংকের ৩ কর্মকর্তার কারাদণ্ড
