জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২২, ১৭:৫৪
অ- অ+

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপনেতা জিএম কাদেরের ওপর দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা জাতীয় পার্টি।

শনিবার বিকাল ৪টায় শহরের প্রেসক্লাব মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার ৭ উপজেলা থেকে জাতীয় মহিলা পার্টিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে যোগ দেন।

জেলা জাতীয় পার্টির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তারা জিএম কাদেরের ওপর মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ওপর দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। অন্যথায় জাতীয় পার্টির পক্ষ থেকে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সভায় বক্তব্য রাখেন- জেলা সদস্য সচিব মাহমুদূর রহমান, কমলগঞ্জ উপজেলা সভাপতি মো. দুরুদ মিয়া, কুলাউড়া উপজেলা সাবেক সাধারণ সম্পাদক ফজলে মওলা চৌধুরী ফুয়াদ, আব্দুল মালিক, শেখ আশরাফ উদ্দিন, রাজনগর উপজেলার সাধারণ সম্পাদক আখতার মিয়া প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা