স্পেন-জার্মানি ম্যাচের প্রথমার্ধে নেই গোলের দেখা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২২, ০২:১০| আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০২:২২
অ- অ+

আল বায়াত স্টেডিয়ামে অনুষ্ঠিত জার্মানি-স্পেন ম্যাচের প্রথমার্ধ খুব একটা উত্তেজনা ছড়াতে পারেনি। প্রথমার্ধের পুরো সময়ে দুদল মিলে অনটার্গেটে শট নিতে পেরেছে মাত্র দুইবার। কিন্তু কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানের জয় পেয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়ন দল স্পেন। অন্যদিকে শুরুটা ভালো হয়নি জার্মানির। নিজেদের প্রথম ম্যাচে জাপানেন কাছে হেরেছে ২-১ গোল ব্যবধানে। ফলে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ম্যাচের সপ্তম মিনিটে গোল করার বড় সুযোগ পায় স্পেন। কিন্তু ওলমোর নেয়া শট রুখে দেন ম্যানুয়েল নুয়্যার। ২৩তম মিনিটে জর্দি আলবার ডি বক্সের বাইরে থেকে নেয়া শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়। অন্যদিকে ২৫তম মিনিটে গ্যানাব্রির শট গোলবারের দূর দিলে গেলে গোল পায়নি জার্মানি।

আর প্রথমার্ধের শেষদিকে গোল পেয়েই গিয়েছিল জার্মানি। কিন্তু রুডিগারের করা গোলটি ভিএআরের সহায়তার বাতিল করে দেয় রেফারি। ফলে গোলশূন্য ব্যবধানে থেকেই বিরতিতে যায় দুদল।

স্পেন একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১)

উনাই সিমন, দানি কার্ভাহাল, রড্রি, আয়মেরিক লাপোর্ত, জর্দি আলবা, সার্জিও বুসকেটস, গাভি, পেড্রি, মার্কো আসেনসিও, দানি ওলমো, ফেরান টরেস

কোচ: লুইস এনরিকে

জার্মানি একাদশ: (ফরমেশন: ৪-২-৩-১) ম্যানুয়েল ন্যুয়ার, কেহরার, আন্তোনিও রুডিগার, ডেভিড রাউম, নিকলাস সুলে, থমাস মুলার, ইলকায় গুন্ডোগান, জশুয়া কিমিচ, গোরেতজকা, জামাল মুসিয়ালা, সার্জি জিনাব্রি।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা