টিকে থাকার লড়াইয়ে ক্যামেরুনের বিপক্ষে মাঠে সার্বিয়া

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২২, ১৫:৫৩| আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৬:৩২
অ- অ+

কাতার বিশ্বকাপের ৯ম দিনের প্রথম ম্যাচে টিকে থাকার লড়াইয়ে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নেমেছে সার্বিয়া। ‘জি’ গ্রুপে এটি দুদলের দ্বিতীয় ম্যাচ।

সোমবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় আল জানোব স্টেডিয়ামে মাঠে নামে ক্যামেরুন ও সার্বিয়া।

ম্যাচে জয়ের জন্য মরিয়া দুদলের মধ্যে প্রথম সুযোগটি পায় সার্বিয়া। ম্যাচের ৬ মিনিটের মাথায় স্ট্রাইকার মিত্রোভিচ প্রতিপক্ষের ডি বক্সে একটি সুযোগ হাতছাড়া করেন। তার হেডারটি গোল বারের উপর দিয়ে চলে যায়। এর পাঁচ মিনিট পর আরো একটি সুযোগ আছে সার্বিয়ার সামনে। ম্যাচের ১১ মিনিটে সেই সুযোগটিও মিস করেন কস্টিক।

এরপর পাল্টা আক্রমণের পথ খুঁজে পায় ক্যামেরুন। ১৬ মিনিটে ডিফেন্ডার এনকোলোর লম্বা কিক সার্বিয়ার গোল বারের দেখা পায়নি।

ম্যাচের ২৮ মিনিটে প্রতিপক্ষের শিবিরে সমাল তালে অ্যাটাক ও কাউন্টার অ্যাটাক করে দুদল। এ সময়ের মধ্যে সার্বিয়া ৪টি শট নেয়। অপরদিকে ক্যামেরুন নেয় ৩টি শট। এর মধ্যে একটি ছিল অনটার্গেট।

এদিকে প্রথম ম্যাচ হেরে আসরে ব্যাকফুটে রয়েছে দুদলই। টিকে থাকতে ক্যামেরুন ও সার্বিয়ার আজকের মিশন জয়। তবে শক্তির বিচারে কিছুটা এগিয়ে আছে সার্বিয়া।

দুদল যে একাদশ ও ফর্মেশন নিয়ে মাঠে নেমেছে:

সার্বিয়া (৩-৪-২-১): স্যাভিচ (গোলরক্ষক), ভেলিকোভিচ, পাভলোভিচ, মিলেনকোভিচ, মাকসিমোভিচ, সাসা লুকিক, ফিলিপ কস্টিক, জিভকোভিচ, মিত্রোভিচ, স্যাভিচ, তাদিচ।

ক্যামেরুন (৪-৩-৩): ডেভিস এপাসি (গোলরক্ষক), এনকোলো, ক্যাসটেলোট্টো, তোলো নাউহউ, ফাই, পিয়ের কুন্দে, হংলা, অ্যাঙ্গুইসা, চুপো-মোটিং, একামবি, এমবেউমো।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা