ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ নভেম্বর ২০২২, ১২:৪৪| আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৩:৩০
অ- অ+

পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এ ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হবে বিকেল ৫টায়।

এবারের নির্বাচনে ২০টি পদে মোট ৪৩ জন প্রার্থী রয়েছে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এছাড়া আরও কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক নির্বাচনী দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে সভাপতি পদে লড়ছেন বর্তমান সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাবেক সভাপতি মুরসালীন নোমানী ও সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামিল), আফজাল বারী ও সাবেক কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দীপু সারোয়ার ও সাবেক সহ-সভাপতি গ্যালমান শফি।

যুগ্ম সম্পাদক পদে রয়েছেন-নয়ন মুরাদ, মঈনুল আহসান, ফারুক খান, কামাল মোশারেফ ও পবন আহমেদ।

সাংগঠনিক সম্পাদকের পদে আবদুল হাই তুহিন ও সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে কাওসার আজম ও রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক পদে মরিয়ম মনি (সেঁজুতি) ও রোজিনা রোজী, অর্থ সম্পাদক পদে মো. জাকির হোসাইন ও সাখাওয়াত হোসেন সুমন লড়ছেন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে লড়ছেন কামাল উদ্দিন সুমন ও মেজবাহ উল্লাহ শিমুল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) ও তোফাজ্জল হোসেন রুবেল।

ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন মাহবুবুর রহমান ও রকিবুল ইসলাম মানিক। সাংস্কৃতিক সম্পাদক পদে লড়ছেন মো. শাহাবুদ্দিন মাহতাব ও মিজান চৌধুরী। আপ্যায়ন সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নঈমুদ্দীন।

এ ছাড়া কল্যাণ সম্পাদক পদে লড়ছেন জাহাঙ্গীর কিরণ ও তানভীর আহমেদ।

কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে লড়ছেন ইসমাঈল হোসাইন রাসেল (রাসেল আহমেদ), মনিরুল ইসলাম মিল্লাত (মনির মিল্লাত), মোজাম্মেল হক তুহিন, কিরণ সেখ, মহসিন বেপারী, মো. ফারুক আলম, মো. ইব্রাহিম আলী (আলী ইব্রাহিম), মো. শরীফুল ইসলাম ও এস এম মোস্তাফিজুর রহমান (সুমন)।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা