ঢাবি ক্যাম্পাসে ব্যক্তিগত গাড়ি চলাচল নিয়ন্ত্রণের দাবি ছাত্রদলের

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২২, ১৫:০৭| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৬:১৮
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয়টির এক সাবেক শিক্ষকের ব্যক্তিগত গাড়ির চাপায় নারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। একই সঙ্গে তারা ঢাবি ক্যাম্পাসে ব্যক্তিগত গাড়ির অবাধ চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক আজহার জাফর শাহ এর ব্যক্তিগত গাড়ির নিচে চাপা পড়ে এক নারী নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।’

‘অনতিবিলম্বে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য ব্যক্তিগত গাড়ির অবাধ চলাচল বন্ধকরণ এবং গতিসীমা নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।’

বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের বরাত দিয়ে বলা হয়, ‘গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উক্ত নারী একটি ব্যক্তিগত গাড়ির নিচে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে চাপা পড়েন। বেপরোয়া গাড়িটি তাকে টেনেহিঁচড়ে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে যায়। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।’

পূর্ব থেকেই ক্যাম্পাসে ব্যক্তিগত গাড়ির অবাধ চলাচল নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রয়েছে উল্লেখ করে বিবৃতিতে ছাত্রদল বলেছে, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাস এলাকায় ব্যক্তিগত গাড়ির অবাধ চলাচল বন্ধকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এসকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা