লিটন দাসের নেতৃত্বে টাইগারদের ওয়ানডে মিশন শুরু কাল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২২, ১৬:৪৯

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। রবিবার দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এদিকে বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হিসেবে টস করতে নামবেন টাইগার ওপেনার লিটন দাস। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল কুঁচকির চোটে ছিটকে যাওয়ায় লিটনের কাঁধে অধিনায়কের ভার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, লিটন অভিজ্ঞ খেলোয়াড়। তার মধ্যে অধিনায়কত্বের গুণাবলি ইতোমধ্যেই দেখা গেছে।

তিনি বলেন, ভারতের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ সিরিজে তামিমকে হারানো বেশ দুর্ভাগ্যজনক। তার অধিনায়কত্বে আমরা গত দুই বছর দুর্দান্ত ক্রিকেট খেলেছি এবং ব্যাটার হিসেবেও সে সবচেয়ে অভিজ্ঞ। ভারতের বিপক্ষে সিরিজে আমরা অবশ্যই তাকে মিস করব। তবে অধিনায়ক হিসেবে ভালো করার সামর্থ্য লিটনেরও রয়েছে।

এর আগে অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন লিটন। ২০২১ সালের নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ চোটে পড়ায় এক ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি।

প্রসঙ্গত, এ সিরিজে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট ম্যাচ খেলবে দুদল। আজ ৪ ডিসেম্বর ও আগামী ৭ ডিসেম্বর দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে ম্যাচ। এছাড়া শেষ ওয়ানডে ম্যাচটি হবে ১০ ডিসেম্বর দুপুর ১২ টায় চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে। পরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে। এছাড়া শেষ টেস্ট আগামী ২২ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় মাঠে গড়াবে।

(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এসএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :