মির্জাপুরে ক্ষুদ্র কুটির শিল্প পণ্য ও বিজয় মেলার কাজের উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২২, ১৮:০৯
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে ক্ষুদ্র কুটির শিল্প পণ্য ও বিজয় মেলার কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকালে সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাস ব্যাপী মেলার কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, উপজেলা ক্রীড় সংস্থার সাধারণ সম্পাদক মনির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াকিল আহেমদ প্রমুখ। মেলার আয়োজক উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হাজী আবুল হোসেন জানান, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এতে দেশীয় বিভিন্ন ধরনের পণ্যের স্টল ও প্যাভিলিয়ানে থ্রি পিস, ওয়ান পিস, ব্লেজার, জামদানি শাড়ি, কম্বল, চাদর ও কমমেটিক্স পাওয়া যাবে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, নৌকা, ট্রেন, জাম্পিং, স্লিপার, জাদু প্রদর্শনী, মোটরসাইকেল ও কার প্রদর্শনীসহ নিত্য নতুন একাধিক ইভেন্ট থাকবে বলে তিনি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘সহযোদ্ধা’ ও ‘জাস্টিস ফর কমরেডস’–এর সদস্যরা জড়ালেন ডাকাতিতে!
সোমবার যাত্রাবাড়ীতে পালিত হবে ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫’
জুলাই গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ৫০ শতাংশ: ভিসি আমানুল্লাহ
পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ শুরু বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা