শক্তি খাটিয়ে চললে সরকার বরদাশত করবে না: বিএনপিকে হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৫:৫২ | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২২, ১৫:০৯

শক্তি খাটিয়ে সমাবেশ করার চেষ্টা থেকে বিরত থাকার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি। বিএনপি নেতাদের প্রতি তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ‘শক্তি খাটিয়ে চললে সরকার বরদাশত করবে না।’

সোমবার দুপুরে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন হানিফ।

বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগ নেতা বলেন, ‘দেশে সংবিধান আছে, আইন মেনে চলতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আপনারা (বিএনপি) সমাবেশ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি চেয়েছেন, অনুমতি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী যেখানে অনুমতি দিয়েছে সেখানেই সমাবেশ করতে হবে, না হলে করবেন না।’

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে হানিফ বলেন, ‘বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গড়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। ঠিক এই সময়ে বিএনপি-জামায়াত আবার দেশকে পেছনে ফিরিয়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে। এই অশুভ শক্তি দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। ক্ষমতায় থাকতে কোনো উন্নয়ন করেনি বরং দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। তারা আবার বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।’

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন বিএনপি-জামায়াত সরকারের অর্জন কী ছিল- এমন প্রশ্ন রেখে হানিফ বলেন, ‘তারা বাংলাদেশকে বিশ্বে পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। খাদ্য সংকট, বিদ্যুৎ সংকট ছিল ভয়াবহ। দেশের মানুষ আর দুর্নীতি দেখতে চায় না। তাদের নেতৃত্ব দেখতে চায় না।’

খালেদা জিয়া ও তারেক রহমানের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো বিএনপি নেতাদের উদ্দেশ্যে হানিফ বলেন, ‘এই মামলা কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দেয়নি। তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছে। সেই সময় সরকারের উপদেষ্টা ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি বিএনপির পেয়ারের লোক।’

এতিমের টাকা আাত্মসাতের মামলায় খালেদা জিয়া আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেননি উল্লেখ করে হানিফ বলেন, ‘যদি মিথ্যা মামলা হবে তাহলে কেন প্রমাণ করতে পারেননি? আপনাদের অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, প্রয়াত আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মামলা লড়েছিলেন। ‍কিন্তু খালেদাকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। মামলার তারিখ ৬০ বার পরিবর্তন করেছেন। ভেবেছেন দীর্ঘসূত্রতা করে আওয়ামী লীগ সরকার চলে গেলে মামলা প্রত্যাহার করে নেবেন।’

বিএনপি নেতারা দিশেহারা হয়ে অসংলগ্ন কথাবার্তা বলছেন মন্তব্য করে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘মির্জা ফখরুল সাহেব বরাবরের মতো নতুন করে মিথ্যাচার শুরু করেছেন। খালেদা জিয়া ও তারেক রহমান এতিমের টাকা আত্মাসাৎ করেছিল, আদালতে তা প্রমাণিত। মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।’

বিএনপি নেতাদের সমালোচনা করে হানিফ বলেন, ‘বিএনপি নেতারা অপকর্ম করে, ফলে মামলা হয়। মামলা হলেই বলে মিথ্যা মামলা। রাস্তায় বাস পুড়িয়ে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করবেন, আর মামলা হলে বলবেন আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে। তাহলে কি আসমান থেকে ভূত-প্রেত এসে এসব আগুন দেয়। হরতাল ডেকে গাড়িতে আগুন দেন, অবরোধ করে গাড়িতে আগুন দেন আর মামলা হলে জাতিকে বিভ্রান্ত করতে চান।’

মির্জা ফখরুলের উদ্দেশে হানিফ বলেন, ‘আপনার নেতা খালেদা জিয়া আর তারেক রহমানের মাত্র কয়েকটি মামলায় দণ্ড হয়েছে। এখনো নাইকো-গ্যাটকো মামলার মতো আরো মামলা রয়ে গেছে। প্রমাণ আছে, বিচার চলছে। রায় হলে আপনাদের অনেক নেতাকেই কারাগারে কাটাতে হতে পারে।’

বিএনপির কয়েকটা সমাবেশে লোক হওয়ার পর দলটির নেতারা দিশেহারা হয়ে হুঁশ হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেন হানিফ। তিনি বলেন, ‘দুই- চারটা মিছিলে লোক দেখে হুঁশ হারাবেন না।’

বিএনপি-জামায়াতের যেকোনো অশুভ তৎপরতা রুখে দেয়ার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে হানিফ বলেন, ‘আওয়ামী লীগ দেশের বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে লড়াই সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে শেখ হাসিনা এগিয়ে চলেছেন। অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশকে আলোয় উদ্ভাসিত করেছেন। তার এই পথচলাতে তার পাশে থেকে সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব।’

নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

দেশি-বিদেশি চক্র নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত করছে: ওবায়দুল কাদের

প্রতিমা পোড়ানোর মিথ্যা অভিযোগে হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দিতে হবে: ছাত্রশিবির সভাপতি

আল্লামা ইকবালের ৮৫তম মৃত্যুবার্ষিকীতে মুসলিম লীগের আলোচনা সভা

সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদ জানাল রাষ্ট্র সংস্কার আন্দোলন

ভারতীয় পণ্য বর্জন চলবে: ফারুক

এই বিভাগের সব খবর

শিরোনাম :