কিশোরগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২২, ১৯:৫২
অ- অ+

কিশোরগঞ্জে শব্দ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৮টি যানবাহনের মালিককে জরিমানা করা হয়েছে।

সোমবার বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলাখানা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী বলেন, ‘অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৮টি যানবাহনের মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হর্নগুলো জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এ ছাড়া শব্দ দূষণ রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।’

শব্দ দূষণ রোধে জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোটের বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন ড. ইউনূস: প্রেস উইং
এসএসসিতে আফরিন কবির জিদনীর কৃতিত্ব
রূপগঞ্জকে শান্তির মডেল গড়তে ঐক্যের ডাক দিলেন সেলিম প্রধান, ১৮ জুলাই রোডমার্চ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা