দৌলতদিয়ার পদ্মায় অজ্ঞাত যুবকের মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২২, ১৭:২৯| আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৭:৩২
অ- অ+

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ৬ নম্বর ফেরিঘাটের পন্টুনের পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে পদ্মায় মরদেহ ভাসতে থেকে এলাকার লোকজন নৌপুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহের পরনে জ্যাকেট এবং জিন্সপ্যান্ট ছিল।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবির বলেন, মরদেহটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। নিহত যুবকের পরিচয় নিশ্চিতের জন্য ফরিদপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেয়া হয়েছে।

পিবিআইয়ের মাধ্যমে ওই যুবকের আঙুলের ছাপ সংগ্রহের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মরদেহটি দুই থেকে তিন দিন ধরে পানিতে ছিল বলে ধারণা করা হচ্ছে। এ কারণে নিহতের শরীরে পচন ধরেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা