বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনতে আর্জেন্টিনাকে প্রস্তাব দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০২২, ২০:০৭
অ- অ+

কাতার বিশ্বকাপজয়ী লিওনেল মেসির আর্জেন্টিনাকে ট্রফি নিয়ে বাংলাদেশের আসার প্রস্তাব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ (বুধবার) রাজশাহীর বাঘা উপজেলায় আনসার-ভিডিপির মডেল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্যই করেন তিনি।

এ সময় মো. শাহরিয়ার আলম বলেন, ‘বিশ্বকাপ ট্রফি বাংলাদেশের আনার দাবি আমরা পেয়েছি। কিন্তু আর্জেন্টিাইন ফুটবলাররা এখন খুবই ব্যস্ত। এজন্য তারা না পারলেও প্রতিনিধিদের দ্বারা ট্রফিটা বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তাব দেওয়া হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এবারের বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা দেখে আর্জেন্টিনা অভিভূত হয়েছে। ইতিমধ্যে তারা বাংলাদেশে দূতাবাসও খোলার সিদ্ধান্ত নিয়েছে।’

আর্জেন্টিনার প্রেসিডেন্টের বাংলাদেশকে নিয়ে টুইট করা নিয়ে শাহরিয়ার আলম বলেন, ‘শিরোপা জেতায় আর্জেন্টিনাকে অভিনন্দন বার্তায় জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জবাবে আর্জেন্টিনার রাষ্ট্রপতি টুইটও করেছেন।’

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপের ২২তম আসরের শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাতিন আমেরিকান দল আর্জেন্টিনা।

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা