নদীতে ঘন কুয়াশা, দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

ঢাকা টাইমস ডেস্ক
| আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ১১:৩৯ | প্রকাশিত : ৩১ ডিসেম্বর ২০২২, ০৯:৫৩

পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য শুক্রবার দিবাগত রাত ১টা থেকে দেশের অন্যতম এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ফেরি চলাচল বন্ধ হওয়াতে মাঝ নদীতে দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রয়েছে। ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় থাকা যানবাহনের সারি পড়েছে।

কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত ১টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দীন। কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হবে।

(ঢাকাটাইমস/৩১ডিসেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :