নরসিংদীর আনসার ক্যাম্প থেকে লুট হওয়া শটগান উদ্ধার, গ্রেপ্তার ১০
নরসিংদীর আনসার ক্যাম্প থেকে লুট হওয়া দুুটি শটগান উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ সদস্যের কাছ থেকে ২টি শটগান ও ১০ রাউন্ড গুলি লুটের ঘটনা ঘটে।
গত সোমবার রাতে নরসিংদী বড় বাজারের আনসার ক্যাম্পের ফাঁড়িতে ৪ জন দায়িত্বে ছিলেন। তারা হলেন- মো. আনারুল হক, জাফর ইকবাল, রাশেদ হোসেন ও আতিক হোসেন। ওই দিন রাত দেড়টার দিকে ১৫-১৮ জনের একটি দল হাড়িয়াধোয়া নদীর পাশে টহলরত আনসার সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ২টি শট গান ও ১০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরের দিন মঙ্গলবার বিকালে নরসিংদী সদর উপজেলা আনসার কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লুৎফরনেসা লতিফা বাদী হয়ে অজ্ঞাত ১৬-১৭ জনকে আসামি করে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করেন।
(ঢাকাটাইমস/২জানুয়ারি/এআর)