ঋতুস্রাবে অতিরিক্ত রক্তক্ষরণ, মিলনে তীব্র ব্যথা? জটিল রোগের লক্ষণ নয় তো!

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৩, ১২:০৯

অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে পুরুষদের পাশাপাশি মহিলারাও এখন বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছেন। ডায়াবেটিস বা কোলেস্টেরল ছাড়াও বেশ কিছু স্ত্রীরোগও এই তালিকায় রয়েছে। গর্ভাশয়ে সিস্টের সমস্যা এর মধ্যে অন্যতম।

তবে এর পাশাপাশি বেশ কিছু রোগও রয়েছে যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এই রোগগুলোতে ঋতুস্রাবের সময় প্রচণ্ড ব্যথা এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পাশাপাশি যৌনমিলনের সময়ও তীব্র ব্যথা হয়। তেমনই একটি জটিল স্ত্রীরোগ হল অ্যাডেনোমায়োসিস।

জরায়ুর জটিল রোগগুলোর মধ্যে এই অ্যাডেনোমায়োসিস অন্যতম‌। এই রোগটি চিকিৎসা ছাড়া সারানো মুশকিল‌। কিন্তু অ্যাডেনোমায়োসিস আসলে কী?

জরায়ু একটি ত্রিভুজের মতো অঙ্গ। যার দুই পাশে থাকে ডিম্বাশয় বা ওভারি এবং নিচের দিকে থাকে সার্ভিক্স। জরায়ুর দেয়ালে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম ও পেনিমেট্রিয়াম নামের তিনটি স্তর থাকে। সবচেয়ে ভেতরের দেয়ালটি হলো এন্ডোমেট্রিয়াম ও সবচেয়ে বাইরেরটি পেনিমেট্রিয়াম।

মাঝের মায়োমেট্রিয়াম স্তরটিতেই দেখা দেয় অ্যাডেনোমায়োসিস। এই রোগে মায়োমেট্রিয়ামের কোনো কোনো কোশ হঠাৎ করেই আকারে বড় হতে থাকে। এর ফলে জরায়ুর দেয়াল আরও পুরু হতে থাকে। কখনো কখনো বড় হয়ে যাওয়া কোশগুলো এন্ডোমেট্রিয়াম স্তর পর্যন্ত পৌঁছে যায়।

তবে এটি কিন্তু এন্ডোমেট্রিয়োসিস নয়। এন্ডোমেট্রিয়োসিস রোগের প্রকৃতি কিছুটা আলাদা। সাধারণত ৩৫ থেকে ৫০ বছর বয়সী মহিলাদের মধ্যে এই সমস্যা দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রে মা হওয়ার পরে জরায়ুতে এই রোগ দেখা দেয়। মেনোপজের সময় কিছু ক্ষেত্রে রোগটি নিজে থেকেও সেরে যায়।

তবে সবসময় তেমন নাও হতে পারে। অনেক সময় গুরুতর হয়ে ওঠে অ্যাডেনোমায়োসিস। তখন চিকিৎসার প্রয়োজন হতে পারে। এমনকি অস্ত্রপচারও করা হতে পারে।

এ রোগের লক্ষণ কী কী?

সাধারণত ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ এই রোগের প্রধান লক্ষণ। এছাড়া বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। প্রচণ্ড পেটে ব্যথাও, পেট ফুলে থাকার লক্ষণও দেখা দেয়। জরায়ুর দেয়াল পুরু হয়ে যায় বলে পেটের আয়তনও কিছুটা বেড়ে যায়।

এছাড়া মিলনের সময় তীব্র যন্ত্রণা এ রোগের একটি লক্ষণ। তাই যেকোনো একটি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরনাপন্ন হতে হবে। নইলে সংকটে পড়ে যেতে পারে সাধের জীবন।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এজে)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

দেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা, ঢাকা কতটা ঝুঁকিতে?

বিশ্ব ম্যালেরিয়া দিবস: জানুন মশাবাহিত এ রোগ প্রতিরোধের উপায়

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :