ঠাকুরগাঁওয়ে বিজিবির শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৩, ১২:৩৪
অ- অ+

ঠাকুরগাঁওয়ে বিজিবির শীতকালীন মহড়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলার পীরগঞ্জ উপজেলার বড়গাঁও বেশ কয়েকটি এলাকায় বিজিবি সদস্যদের নিয়ে শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন রংপুর রিজিয়ন কমান্ডার জেনারেল বিএম নওরোজ এহসান।

পরিদর্শনকালে রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন শীতকালীন প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিজিবি সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

রংপুর রিজিয়ন কমান্ডার জেনারেল বিএম নওরোজ এহসান বলেন, পেশাগত দক্ষতার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শীতকালীন প্রশিক্ষণের মাধ্যমে বিজিবি সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন অভিযানিক, প্রশাসনিক, সাংগঠনিক সমন্বয়ে নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন তারা।

শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন শেষে রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন বিজিবির জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে জেলার রাণীশংকৈল উপজেলার গোগর ঈদগাহ দারুস সুন্নাহ কাউমি মাদ্রাসা ও এতিমখানা মাঠে ঠাকুরগাঁও ৫০ বিজিবির ব্যবস্থাপনায় পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার ৩ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সেক্টর কমান্ডার কর্নেল মো. সোহরাব হোসেন, ঠাকুরগাঁও জেলার ৫০ বিজিবির পরিচালক লে. কর্নেল জাহিদ পারভেজসহ অনেকে।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত
Blending the Education with Nature
বর্ষায় রোগভোগ কাবু করে ফেলে শরীরকে, সুস্থ থাকতে যা খাবেন এবং যা খাবেন না
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ আজ, ফল জানবেন যেভাবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা