প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বিসিক চামড়া শিল্পনগরী ও সিইটিপি পরিদর্শন

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বিসিক চামড়া শিল্পনগরীতে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ও বিসিক চামড়া শিল্পনগরী এবং সিইটিপি পরিদর্শন করেন।
শনিবার মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বিসিক চামড়া শিল্পনগরীতে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান শিল্পসচিব জাকিয়া সুলতানা ও বিসিক চেয়ারম্যান মুহঃ মাহবুবর রহমান।
এরপর মুখ্য সচিব প্রধান অতিথি হিসেবে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভার শুরুতে পরিচিতি পর্ব শেষে বিসিক চেয়ারম্যান স্বাগত বক্তব্য রাখেন এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিসিকের কর্মকাণ্ড তুলে ধরেন। এরপর DTIEWTPCL এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাক আহমেদ বিসিক চামড়া শিল্পনগরী ও সিইটিপির উপর পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেন। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে ট্যানারি মালিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
শিল্প সচিব জাকিয়া সুলতানা বলেন, আমরা ট্যানারির এ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি, আমি আশা করি সবাই একসাথে কাজ করলে আমরা এ সমস্যা সমাধান করতে পারবো।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, আমাদের পক্ষ থেকে আমরা এর আগেও এ শিল্প নগরী ও সিইটিপি পরিদর্শন করে কিছু সুপারিশ দিয়েছি এগুলো বাস্তবায়ন করা গেলে এ সমস্যা থেকে উত্তরণ করা সম্ভব হবে।
মোঃ তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ট্যানারি মালিকরা পরিবেশের TDS’র ব্যাপারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের সচিবের সাথে আলোচনা করে এ সমস্যার সমাধান করতে পারেন। ট্যানারি শিল্পনগরীর সমস্যাগুলো চিহ্নিত করে শিল্পসচিবের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি আলোচনা সভার আয়োজনের ব্যাপারে মুখ্য সচিব নির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, বিসিক ইচ্ছা করলে গ্রিন ক্লাইমেট ফান্ডের সহায়তায় একটি তহবিল গঠন করতে পারে। একই সাথে তিনি ট্যানারি মালিকদের বিনিয়োগ পরবর্তী সেবার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
মুখ্য সচিব বলেন, আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি তাহলে আমরা সহজেই কমপ্লায়েন্স অর্জন করতে পারবো এবং এ সমস্যার সমাধান হবে। উক্ত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বিসিক, DTIEWTPCL ও ঢাকা জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ট্যানারি মালিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে মুখ্য সচিব বিসিক চামড়া শিল্পনগরীর প্রধান ফটক প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এরপর মুখ্য সচিব চামড়া শিল্পনগরীর সিইটিপিসহ বিভিন্ন ট্যানারি পরিদর্শন করেন।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এমএইচ)

মন্তব্য করুন