ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে সাংবাদিককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৩, ২৩:১৪

পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় এক সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ জানুয়ারি) বিকাল ৫টায় শহরের অবকাশ পার্কের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান আশিক (২৭) দৈনিক পর্যবেক্ষণের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। আশিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। বাতিঘর নামে একটি সামাজিক সংগঠনের কর্মী ছিলেন আশিক। সাংবাদিকতা পেশায় আসার আগে ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি।

ছুরিকাঘাতের ঘটনার প্রত্যক্ষদর্শী ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন বলেন, ‘জেলা শহরের অবকাশ ফারুকী পার্কে সোমবার বিকাল সাড়ে ৩টায় বাতিঘর নামক একটি মানবিক সংগঠনের সভা ছিল। সংগঠনের সদস্য আশিকও তাতে উপস্থিত ছিলেন। সভা শেষে পার্ক থেকে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠলে পাঁচ-ছয় জন যুবক অটোরিকশা ঘেরাও করে আশিকের বুকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

‘পালানোর সময় ছুরিকাঘাত নিয়েই আশিকসহ সংগঠনের কয়েকজন তাদের ধাওয়া করে। ছুরিকাঘাতকারী ছেলেটির নাম রায়হান। তাদের পেছনে দৌঁড়ানোর একপর্যায়ে আশিক অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। পরে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনা শুনে হাসপাতালে গিয়েছি। তদন্ত করে হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনা হবে। আশিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

নিহত আশিকের সহপাঠীরা জানান, একজন রোগীকে রক্ত দেওয়া নিয়ে কিছুদিন আগে আশিকের সঙ্গে রায়হানের বিরোধ হয়েছিল। এরই জের হিসেবে রায়হান পূর্বপরিকল্পিতভাবে আশিকের বুকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তারা।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

সাংবাদিক মিনার মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

বাংলানিউজকর্মী মিথুনের ক্যানসার চিকিৎসায় এগিয়ে এলো বসুন্ধরা ফাউন্ডেশন

আজ ভোরের পাতা সম্পাদকের পিতার চতুর্থ মৃত্যুবার্ষিকী

সাংবাদিক মোহসিন কবিরকে মারধরের ঘটনায় ডিআরইউর প্রতিবাদ

বিশ্ববিদ্যালয়ের ১০ সাংবাদিককে বহিষ্কারের নিন্দা বিএফইউজের

ডিইউজে নির্বাচন: সোহেল-তপু সভাপতি, আকতার সম্পাদক

ঈর্ষান্বিত ও উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হচ্ছে ঢাকা টাইমস সম্পাদককে

শেরপুরের সাংবাদিক রানাকে কারাদণ্ডে সম্পাদক পরিষদের উদ্বেগ

নকলায় সাংবাদিককে কারাদণ্ড: আইন ও সালিশ কেন্দ্রের উদ্বেগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :