ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে সাংবাদিককে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৩, ২৩:১৪
অ- অ+

পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় এক সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ জানুয়ারি) বিকাল ৫টায় শহরের অবকাশ পার্কের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আশিকুর রহমান আশিক (২৭) দৈনিক পর্যবেক্ষণের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। আশিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে। বাতিঘর নামে একটি সামাজিক সংগঠনের কর্মী ছিলেন আশিক। সাংবাদিকতা পেশায় আসার আগে ছাত্রলীগের রাজনীতি করতেন তিনি।

ছুরিকাঘাতের ঘটনার প্রত্যক্ষদর্শী ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন বলেন, ‘জেলা শহরের অবকাশ ফারুকী পার্কে সোমবার বিকাল সাড়ে ৩টায় বাতিঘর নামক একটি মানবিক সংগঠনের সভা ছিল। সংগঠনের সদস্য আশিকও তাতে উপস্থিত ছিলেন। সভা শেষে পার্ক থেকে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠলে পাঁচ-ছয় জন যুবক অটোরিকশা ঘেরাও করে আশিকের বুকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।’

‘পালানোর সময় ছুরিকাঘাত নিয়েই আশিকসহ সংগঠনের কয়েকজন তাদের ধাওয়া করে। ছুরিকাঘাতকারী ছেলেটির নাম রায়হান। তাদের পেছনে দৌঁড়ানোর একপর্যায়ে আশিক অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। পরে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনা শুনে হাসপাতালে গিয়েছি। তদন্ত করে হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনা হবে। আশিকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

নিহত আশিকের সহপাঠীরা জানান, একজন রোগীকে রক্ত দেওয়া নিয়ে কিছুদিন আগে আশিকের সঙ্গে রায়হানের বিরোধ হয়েছিল। এরই জের হিসেবে রায়হান পূর্বপরিকল্পিতভাবে আশিকের বুকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তারা।

(ঢাকাটাইমস/০৯জানুয়ারি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবসর ভেঙে আবারও ফিরতে পারেন কোহলি, তবে দিলেন শর্ত
আড়ং কক্সবাজারে উদ্বোধন করলো তাদের ৩১তম আউটলেট
সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ 
সন্ত্রাসী ইমনের সহযোগী এজাজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর, টাঙ্গাইলে দাফন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা