ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে সুনামগঞ্জের যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৩, ১১:০০
অ- অ+

অল্প বয়স নিজের ভবিষ্যৎ ও পরিবারের হাল ধরতে আর স্বপ্ন পূরণে ইরানে গিয়েছিলেন সুনামগঞ্জের তানিল আহমদ (২২)। কিন্তু ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে বরফের মধ্যে তীব্র শীতে অসুস্থ হয়ে মারা গেছেন তিনি।

নিহত তানিল শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

সোমবার (৯ জানুয়ারি) তুরস্কে যাওয়ার পথে সেখানে তীব্র শীতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন।

নিহরের পরিবার সুত্রে জানাযায়,সংসারে ৫ ভাইয়ের মধ্যে তানিল আহমদ সবার বড়। সংসারের হাল ধরতে ও নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে কয়েক মাস আগে রানে যান তিনি। সেখানে সবেই ঠিকঠাকভাবে চলছিল তার। পরে আরও বড় স্বপ্ন পূরণের আশায় ইরান থেকে অবৈধপথে গ্রিসে পাড়ি দেওয়ার পরিকল্পনা করেন। তার স্বপ্ন ছিল সেখানে থেকে ইউরোপে গিয়ে সবাইকে নিয়ে শান্তিতে দিন যাপন করবেন। তবে ইরান থেকে তুরস্কে যাওয়ার পথে ঠান্ডায় মারা যাওয়ায় তার সেই স্বপ্ন এখন স্বপ্নই রয়ে গেল।

এদিকে তানিলের মৃত্যুর খবর পেয়ে পরিবার ও আত্মীয়-স্বজনদের মাঝে চলছে মাতম। ছেলের মৃত্যুতে কেঁদে কেঁদে বার বার মূর্ছা যাচ্ছেন তানিলের মা।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস 
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা