সমগ্র দেশের অবস্থা ছাত্রলীগের মঞ্চের মতো, যে কোনো সময় ভেঙে পড়বে: ড. রেদোয়ান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৩:৪৩ | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৩, ১৩:৩০

‘সমগ্র দেশের অবস্থা ছাত্রলীগের মঞ্চের মতো। যে-কোনো সময় ভেঙে পড়বে’-এমন মন্তব্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ বলেছেন, ‘এ মুহূর্তে দেশকে বাঁচাতে আমাদের দাবি একটাই, এ সরকারের পদত্যাগ। কারণ এ সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। তারা আমাদের স্বাধীনতার সব আশা-আকাঙ্ক্ষাকে গলা টিপে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘আমাদের হাতে আর সময় নেই, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দাবি আদায়ে রাজপথেই ফয়সালা হবে।’

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর পূর্ব পান্থে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের আয়োজিত গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় ‘মানুষের রক্তের বিনিময়ে এই দেশে স্বাধীনতা অর্জিত হয়েছে। এই দেশকে তিলে তিলে শেষ হতে দেওয়া যাবে না’ বলে মন্তব্য করেন ড. রেদোয়ান।

সরকারকে হুঁশিয়ার করে এলডিপির মহাসচিব বলেন, ‘মনে রাখবেন, এই সরকারই শেষ সরকার নয়। এরপরও সরকার কিন্তু থাকবে। সব অন্যায়ের বিচার বাংলার মাটিতেই হবে।’

বিএনপি ঘোষিত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বুধবার গণঅবস্থান কর্মসূচি পালন করছে এলডিপি। বেলা ১১টায় শুরু হয়েছে কর্মসূচি, শেষ হবে বিকাল ৩টায়।

গণঅবস্থানে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির, এসএম মোরশেদ, কে কিউ ই সাকলায়েন, উপদেষ্টা মাহবুবুর রহমান, কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, ঢাকা মহানগর পশ্চিম এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক অসিম ঘোষ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. নূরে আলম, সাধারণ সম্পাদক এ্যাড. নিলু, গণতান্ত্রিক ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মাহবুব, গণতান্ত্রিক সাংস্কৃতিক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ প্রমুখ অংশ নেন।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেবি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

নিখোঁজ ছাত্রদল নেতা আনিসের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে আরও ৫২ জন বহিষ্কার

পশ্চিমারা বাংলাদেশ প্রসঙ্গে তাদের অবস্থান পরিবর্তন করেনি: মির্জা ফখরুল 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ. লীগের তিন দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ্যে ভোট: ইসিতে ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এমপি হাফিজ

সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করার চাহিদা বেশি: নজরুল ইসলাম খান

‘ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল 

বাংলাদেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোল‌নের বিকল্প নেই: দুদু

রিজার্ভ আর অবৈধ সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি

ফারাক্কা দিবসের অঙ্গীকার- যৌথ নদী রক্ষায় সোচ্চার হোন: বাংলাদেশ ন্যাপ

এই বিভাগের সব খবর

শিরোনাম :