এনডিএম-এর লক্ষ্য ১৫১ আসন: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৩, ১৭:৪০

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম পর্যায়ের আগাম প্রার্থী তালিকা ঘোষণা করেছে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন- এনডিএম।

শনিবার (১৪ই জানুয়ারি) বিকালে জাতীয় প্রেসক্লাবে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ‘আমাদের লক্ষ্য ১৫১ আসন।’

ববি হাজ্জাজ বলেন, নির্বাচনের আগে আমরা জাতীয় সংলাপ আয়োজন করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যেসব বক্তব্য দিচ্ছেন তা বর্তমান সংঘাতময় পরিস্থিতিকে আরও উষ্কে দিচ্ছে বলে আমরা মনে করি।

এনডিএম চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৪ বছরের শাসন আমলে যারা অর্থ পাচার করেছেন, ব্যাংক লুট করেছেন, শেয়ার মার্কেটে কারসাজি করে সাধারণ বিনিয়োগকারীদের পথে বসিয়েছেন, সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়িয়েছেন তাদের তালিকা প্রণয়ন করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে আমরা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি।

নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে সন্দেহ প্রকাশ করে ববি হাজ্জাজ বলেন, নিরপেক্ষ নির্বাচনের অনুকূল পরিবেশ এখন পর্যন্ত তৈরি হয় নাই। যদি আমাদের নিকট দৃঢ়ভাবে প্রতীয়মান হয়, সরকার কাউকেই নির্বাচনের মাঠে লড়তে দিবে না অথবা আমাদের প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট এবং কর্মী-সমর্থকদের কাউকে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে দিবে না তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পিছুপা হবো না।

এই রাজনৈতিক নেতা বলেন, বিএনপি এবং অন্য অনেক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা হয়তো আরও পরে স্পষ্ট হবে। তবে জনসমর্থনের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তনের একমাত্র মাধ্যম হলো নির্বাচন। রাজপথে আমরা যেভাবে স্বক্রিয় ছিলাম, ইনশাআল্লাহ নির্বাচনের মাঠেও একইভাবে লড়ে আমরা জনগণের বিজয় নিশ্চিত করব।

প্রার্থী ঘোষণার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এনডিএমের ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান। এ সময় গণমাধ্যমের সামনে প্রথম পর্যায়ের ৩০ জন সংসদ সদস্য পদপ্রার্থীকে পরিচয় করিয়ে দেন এনডিএমের যুগ্ম মহাসচিব এবং দলের প্রধান নির্বাচন সমন্বয়কারী মোমিনুল আমিন।

এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৭ এবং ঢাকা-৬, ভারপ্রাপ্ত মহাসচিব হুমায়ুন পারভেজ খান ঢাকা-১৩, যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন রাজবাড়ী-২, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা চাঁদপুর-৩, বিভাগীয় সম্পাদক অ্যাডভোকেট সাইফুদ্দিন খালেদ কক্সবাজার-৪, শাহাদাত হোসেন চাঁদপুর-৪, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান মেহেরপুর-২, নুরুল আমিন লিটন চাঁদপুর-২, মো. এমরান চৌধুরী চট্রগ্রাম-১৩, মোজাফফর হোসেন দিনাজপুর-৩, মিজানুর রহমান জামালপুর-৫, ডা. লিয়াকত আলী টাঙ্গাইল-৮, দিদারুল ইসলাম নড়াইল-২, সানোয়ার হোসেন গাইবান্ধা-৪ সহ অন্যান্য সংসদীয় আসনে প্রার্থীদের নাম এ সময় ঘোষিত হয়।

(ঢাকাটাইমস/১৪জানুয়ারি/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

নিখোঁজ ছাত্রদল নেতা আনিসের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে আরও ৫২ জন বহিষ্কার

পশ্চিমারা বাংলাদেশ প্রসঙ্গে তাদের অবস্থান পরিবর্তন করেনি: মির্জা ফখরুল 

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ. লীগের তিন দিনব্যাপী কর্মসূচি

প্রকাশ্যে ভোট: ইসিতে ক্ষমা চেয়ে দায়মুক্তি পেলেন এমপি হাফিজ

সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করার চাহিদা বেশি: নজরুল ইসলাম খান

‘ফারাক্কা দিবস’ যেকোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে: মির্জা ফখরুল 

বাংলাদেশকে রক্ষা করতে ঐক্যবদ্ধ আন্দোল‌নের বিকল্প নেই: দুদু

রিজার্ভ আর অবৈধ সরকারের পতন কোনোভাবেই ঠেকানো যাবে না: এবি পার্টি

ফারাক্কা দিবসের অঙ্গীকার- যৌথ নদী রক্ষায় সোচ্চার হোন: বাংলাদেশ ন্যাপ

এই বিভাগের সব খবর

শিরোনাম :