ভৈরবে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৩, ১৭:২৭

কিশোরগঞ্জে ভৈরবের বধুনগর ইসলামপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত হয়েছেন কালা মিয়া (৫৫)। তিনি উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর ইসলামপুর গ্রামের মৃত আ. রশিদ মিয়ার ছেলে।

সোমবার সকাল নয়টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আহতরা হলেন- বধুনগর ইসলামপুর গ্রামের মো.তৌহিদ মিয়ার ছেলে সবুজ হাসান, মৃত হাজী মো.বাচ্চু মিয়ার ছেলে তৌহিদ মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, বধুনগর ইসলামপুর গ্রামের নিহত কালা মিয়া, তৌহিদ মিয়ার বাড়ির লোকজনের সাথে একই গ্রামের পাশের বাড়ির মতি মিয়ার বাড়ি ও আবুল কালামের বাড়ির লোকজনের সাথে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। জমির বিরোধ মেটাতে সকালে দুপক্ষের শালিস বসে। সেই সময় হঠাৎ দুপক্ষের লোকদের মধ্য কথা কাটাকাটির জের ধরে দুপক্ষের মধ্য সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে কালা মিয়া গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজন মো.তৌহিদ মিয়া বলেন, আমাদের পাশের বাড়ির মতি মিয়া, আবু কালাম আমাদের বসতবাড়ি দখল করে নিয়ে যেতে যায়। এই ঘটনায় সকালে আমাদের বাড়িতে বৈঠক বসে। বৈঠক বসার সময়ে তারা আমাদের উপর দা বল্লম নিয়ে হামলা চালায়। এসময় আমাদের বাড়ির কালা মিয়া নিহত হয়। এছাড়া আমাদের বাড়ির ৫-৬ জন লোক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মো.মাকছুদুল আলম বলেন, বধুনগর গ্রামে জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে দুপক্ষের সংঘর্ষে কালা মিয়া নামে একজন নিহত হয়েছে। এই ঘটনার খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ছুটে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :