বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল দাদি-নাতনির

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৩, ১৮:৩৯
অ- অ+

দিনাজপুরের ঘোড়াঘাটে বাসের ধাক্কায় সড়কে প্রাণ হারিয়েছেন দাদি-নাতি। এ দুর্ঘটনায় আহত হন আরও তিনজন। সোমবার দুপুর দেড়টার দিকে দিনাজপুর-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের উপজেলার হড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বেশাইন গ্রামের বিধান চন্দ্র বর্মনের মেয়ে তিথি রানী (১৭) এবং বিজয় চন্দ্র বর্মনের স্ত্রী রতন বালা (৫০)। নিহতরা সম্পর্কে দাদি-নাতনি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও ভ্যান থানা হেফাজতে আছে। বাসটি পালিয়েছে।

স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানায়, একটি বালুবোঝাই ট্রাক্টর হরপিাড়া গ্রামের ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে বিকল অবস্থায় দাঁড়ানো ছিল। এ সময় পাঁচজন যাত্রীসহ একটি ভ্যান ট্রাক্টরটি অতিক্রম করছিল। একই সময় বিশ্ব ইজতেমা থেকে আসা দিনাজপুরগামী একটি বাস ট্রাক্টরসহ ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে। এ সময় ভ্যানে থাকা যাত্রী তিথী রানী ঘটনাস্থলেই মারা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাস্তায় রতন বালা মারা যান।

আহতরা হলেন- করুনা বালা (৭০), অরুণ বালা (৪২) ও অপর্না (৭)। আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি রয়েছেন।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আরও যেসব কারণ সামনে আসছে
আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: নিহত বেড়ে ২৯১
মুরাদনগরে ট্রাফিক লাইনম্যানকে পিটিয়ে যখম করল এনসিপি নেতারা
নিষেধাজ্ঞার পর জেলের জালে ধরা পড়লো ৪৩ মণ ইলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা