‘ঠান্ডায় শ্বাসরোগী বাড়ায়’ পাঁচ দিনের লকডাউনে উত্তর কোরিয়ার পিয়ংইয়ং

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২৩, ১৩:৪৪| আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৪:২৫
অ- অ+

শ্বাসযন্ত্রের অসুস্থতা নিয়ে রোগীর সংখ্যা বেড়ে চলার মধ্যে রাজধানী পিয়ংইয়ংয়ে পাঁচ দিনের লকডাউন ঘোষণা করেছে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ। রাজধানীর বাসিন্দাদের বুধবার থেকে রবিবার পর্যন্ত ঘরে অবস্থান করতে বলা হয়েছে।

সিউলভিত্তিক এনকে নিউজের খবরে বলা হয়েছে, লকডাউনে ঘরে থাকার পাশাপাশি বাসিন্দাদের প্রতিদিন তাদের একাধিক তাপমাত্রা পরীক্ষার ফলাফল অবশ্যই জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সরকারি নোটিশে কোভিড-১৯ এর কথা সরাসরি উল্লেখ না করে বলা হয়েছে, সম্প্রতি রাজধানীতে সাধারণ ঠান্ডাজনিত রোগ ছড়িয়ে পড়েছে। এই জন্য রাজধানীর বাসিন্দাদের পাঁচ দিন ঘরে থাকতে হবে।

উত্তর কোরিয়া গত বছর এপ্রিলে প্রথমবারের মতো দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কথা জানায়। আর মাত্র তিন মাসের মাথায় তা নিয়ন্ত্রণেরও ঘোষণাও দেয় দেশটি। মহামারী নিয়ন্ত্রণকে উত্তর কোরিয়া ‘অলৌকিক’ বলেও বর্ণনা করেছিল।

এদিকে পিয়ংইয়ংয়ের বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এনকে নিউজ বলেছে, লকডাউনের আভাস পেয়ে রাজধানীর বাসিন্দাদের মধ্যে কেনাকাটার ধুম পড়ে গিয়েছিল। তবে রাজধানী ছাড়া দেশের অন্যান্য এলাকাতেও লকডাউন জারি করা হয়েছে কি না তা জানা যায়নি। সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমেও এ নিয়ে কোনো খবর প্রচার হয়নি।

উল্লেখ্য, উত্তর কোরিয়ায় বর্তমানে সাইবেরীয় অঞ্চলের মতো ঠান্ডা পড়ছে। দেশটির তাপমাত্রা মাইনাস ২২ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় প্রতিদিন ‘শ্বাসযন্ত্রের রোগী’ বাড়ছে বলেই খবর।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা, পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিলেন নেতারা
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা