পাকিস্তানের বেলুচিস্তানে বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৪১ জনের প্রাণহানি হয়েছে। দক্ষিণাঞ্চলীয় লাসবেলায় রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে দৈনিক ডনের খবরে বলা হয়েছে।
বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে ৪৮ আরোহী নিয়ে বাসটি করাচি যাচ্ছিল। তীব্র গতিতে থাকা বাসটি লাসবেলার কাছে ইউটার্ন নেওয়ার সময় একটি সেতুর পিলারে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। পরে বাসটিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনাস্থল থেকে লাসবেলা জেলার সহকারী কমিশনার হামজা আনজুম জানিয়েছেন, নিহতদের লাশগুলো চেনা যাচ্ছে না।
তিনি বলেন, এক শিশু ও এক নারীসহ তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাদের একজনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা আনজুমের।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/ডিএম)

মন্তব্য করুন