দেশে নিপাহ ভাইরাসে ৫ মৃত্যু, যেসব বিষয়ে সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৩, ১৬:৫০
অ- অ+

দেশে নিপাহ ভাইরাসে পাঁচজনের মৃত্যু হয়েছে জানিয়ে ভাইরাসটি থেকে সবাইকে সতর্ক থাকতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, দেশের বেশকিছু স্থানে নিপাহ ভাইরাসে্ আক্রান্ত আটজনের তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজন মারা গেছে। এই ভাইরাসে মৃত্যুর হার ৭০ শতাংশ বলেও জানান মন্ত্রী। রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নিপা ভাইরাস থেকে বাঁচতে খেজুরের কাঁচা রস পান করবেন না। এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই। তাই সতর্ক থাকতে হবে। নিপাহ ভাইরাস যেন ছড়িয়ে না পড়ে সেজন্য রোগীদের হাসপাতালে আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।’

জাহিদ মালেক জানান, ‘সরকারি-বেসরকারি হাসপাতালের সেবার মান বাড়াতে চান। সরকারি হাসপাতালের পাশাপাশি দেশে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ১৩ হাজার ৭২৬। মান অনুযায়ী হাসপাতালের শ্রেণি ঠিক করা হবে। একইসঙ্গে চিকিৎসা সেবার চার্জ, টেস্টিং ব্যয় হাসপাতালের শ্রেণি অনুযায়ী নির্ধারণ করা হবে। এজন্য কমিটি করা হয়েছে। এক মাস পর তারা প্রতিবেদন দেবে।

(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/পিআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বন্দর পরিদর্শন
রাঙ্গুনিয়ায় আম গাছের চূড়া থেকে ৭ ঘণ্টা পর উদ্ধার  কিশোরী
রামগঞ্জে নারীকে গলা কেটে হত্যা
ইতালির সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা ভয়ানক লাভা ছড়াচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা