বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তির আন্দোলন: আটক দুই শিক্ষার্থীর মুক্তি দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে আন্দোলনের ঘটনায় আটক দুই শিক্ষার্থীর মুক্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারী অনান্য শিক্ষার্থীরা।
আটককৃতরা হলেন- নটরডেম কলেজের আলভি মাহমুদ এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোহাম্মদ সানি।
আলভি ও সানির মুক্তির দাবিতে রবিবার শাহবাগ এলাকায় একত্র হলে পুলিশের বাধার সম্মুখীন হন শিক্ষার্থীরা। পরে তারা শাহবাগ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একত্র হন। সেখানে তারা আটককৃত দুই শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবি জানান।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ২০১৪ সালে নির্দিষ্ট কিছু কারণ দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম বন্ধ করে দিল। এখনকার সময়ে সে সমস্যাগুলো নেই। সেকেন্ড টাইম চালু করলে যদি বিশ্ববিদ্যালয়ে যদি কোনো সমস্যা হয়। তাহলে বিশ্ববিদ্যালয় তাদের সমস্যা সমাধান করবে। এটা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপানো একদম ঠিক না।
গ্রেপ্তারকৃত দুজনের বিষয়ে আরেক শিক্ষার্থী বলেন, আমরা ২৯ তারিখ কর্মসূচির ঘোষণা দিই। সেজন্য গতকাল আমাদের দুজন সহকর্মীকে কথা বলার জন্য পুলিশ ডাকছে। কিন্তু সেখানে যাওয়ার পর তাদেরকে আটক করে। আমরা রাতে তাদেরকে বের করার জন্য চেষ্টা করেছিলাম। তবে আমরা ব্যর্থ হয়েছি।
(ঢাকাটাইমস/২৯জানুয়ারি/এসকে/ইএস)
সংবাদটি শেয়ার করুন
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত
শিক্ষা এর সর্বশেষ

ঢাবিতে জমে উঠেছে ইফতার বাজার

জাবিতে ছাত্রলীগ নেতার মাথা ফাটানোর অভিযোগে ৫ নেতাকর্মী বহিষ্কার

শেকৃবি হলের ১০ তলা থেকে পড়ে ছাত্রী আহত

হঠাৎ প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতিপত্নী ড. রেবেকা, হলেন প্রধান উপদেষ্টা

রাবিতে সভাপতির কক্ষে তালা মেরে শিক্ষার্থীদের আমরণ অনশন

নোবিপ্রবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, পুলিশ মোতায়েন

প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ

ডিসিকে ‘স্যার’ বলতে বাধ্য করায় বেরোবি শিক্ষকের অবস্থান কর্মসূচি

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হওয়ার প্রস্তুতির আহ্বান মেয়র টিটু
