টাঙ্গাইলে ১০ টাকার খাবার হোটেল

রেজাউল করিম, টাঙ্গাইল
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৩, ১০:১০| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১২:০১
অ- অ+

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন সুবিধাবঞ্চিতদের জন্য চালু করেছে ১০ টাকার হোটেল। ব্যতিক্রমী এ হোটেলে মাত্র ১০ টাকায় ডিম খিচুড়ি বা মুরগি খিচুড়ি বা মুরগি ভাত খেতে পারবেন সুবিধাবঞ্চিত মানুষেরা। টাঙ্গাইল সদর উপজেলার বোয়ালীতে সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক যোগানের জন্য প্রতিষ্ঠিত ক্যাফে ৭১ রেস্টুরেন্টে এই ১০ টাকার হোটেল চালু করা হয়েছে। প্রথম দিনেই ১০ টাকায় পেট পুরে খেয়ে খুশি নিম্ন আয়ের মানুষেরা।

হোটেলে খেতে আসা দিনমজুর হাবিবুল্লাহ জানান, বাইরে এ খাবার খেতে ৫০-১০০ টাকা লাগত আর এখানে মাত্র ১০ টাকায় খেতে পারছি।

রিকশাচালক কাশেম মিয়া বলেন, দামি হোটেলে বসে ভালোমন্দ খাওয়ার ভাগ্য হয় না। আজ এখানে খেয়ে খুব ভালো লাগছে।

১০ টাকার হোটেলের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, আর্থিক সংকটে সুবিধাবঞ্চিত মানুষেরা রেস্টুরেন্টে বসে খেতে পারেন না বা লজ্জায় যান না। তাদের জন্যই আমাদের এ উদ্যোগ। ভর্তুকি দিয়ে নামমাত্র মূল্যে আমরা খাবারের ব্যবস্থা করেছি। সমাজের বিত্তবান মানুষেরা সহযোগিতার হাত বাড়ালে নিয়মিতই এমন আয়োজন করব। আপাতত সপ্তাহে একদিন প্রতি সোমবার এই হোটেল চালু থাকবে।

১০ টাকার হোটেলে বিনামূল্যে কাজ করছেন আবইয়াজ সাইফ, আহসান খান মিলন, রাইয়ান, রাদিত আহম্মেদসহ সাতজন স্বেচ্ছাসেবী।

স্বেচ্ছাসেবী রাদিত আহম্মেদ বলেন, এ আয়োজনে সম্পৃক্ত হতে পেরে এবং নিজ হাতে খাবার সরবরাহ করে আমি খুবই আনন্দিত।

হোটেলের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক আবইয়াজ সাইফ বলেন, নিজেরাই রান্না করে আমরা খাবার প্রস্তুত করেছি। আপাতত তিনটি মেন্যু থাকলেও ভবিষ্যতে আরো আইটেম যুক্ত করা হবে। প্রথম দিন প্রায় একশ নিম্ন আয়ের মানুষ এ হোটেলে খাবার গ্রহণ করেছেন।

হোটেলের তত্ত্বাবধায়ক এনামুল হাসান জানান, সারাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমাদের এ হোটেল চালুর পরিকল্পনা রয়েছে।

(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এলএ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুধু বাহক নয়, মাদকের গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
রবি পেল ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
চট্টগ্রামে সদর ইউনিট নির্বাচনে আওয়ামী প্রার্থীদের পক্ষ নেয়ার অভিযোগ রেজিস্ট্রারের বিরুদ্ধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা