উরফি কি সত্যি মা হতে যাচ্ছেন? বাবা কে

মা হতে চলেছেন উরফি জাভেদ? উন্মুক্ত পোশাকে নায়িকার বেবি বাম্প উঁকি দিচ্ছে, এমন কানাঘুষা নেটমাধ্যমে শুরু হতেই বোমা ফাটালেন উরফি। ঘোষণা করলেন, তিনি প্রেগন্যান্ট। খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে হামেশাই চর্চায় থাকেন উরফি। তবে এবার কি বিয়ের আগেই মা হওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়ে ফেললেন?
জল্পনার সূত্রপাত উরফির রবিবাসরীয় পোস্টকে ঘিরে। সাদা বিকিনিতে উরফি, চারপাশে মোটা সুতা আর তার দিয়ে নিজেকে ঘিরেছেন অভিনেত্রী। তবে বোল্ড অবতারের পাশাপাশি এই ভিডিও নিয়ে শোরগোল শুরু হয় অন্য কারণে। উরফির টোনড বডি সবাই দেখেছেন, তবে এই পোস্টে উরফির খোলা পেট বেশ স্ফিত দেখাচ্ছিল। যা দেখে অনেকেই লেখেন, ‘এ কী দেখলাম! উরফি প্রেগন্যান্ট নাকি?’
কয়েকজন তো রীতিমতো ঘোষণাই করে দেন, ‘নির্ঘাত মা হতে চলেছে উরফি।’ সত্যিটা কী, অবশেষে খোলসা করলেন উরফি নিজে। তবে সোজা কথার মানুষ মোটেই নন তিনি। তাই তো নেটিজেনদের মোক্ষম জবাব দিতে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ফোলা পেটের ছবি আপলোড করেন নায়িকা। সঙ্গে লেখেন, ‘আজকাল সমান পেট মিথ হয়ে গেছে। ফলে একটু চর্বি থাকলে খুব বেশি ভাবনাচিন্তা করার দরকার নেই।’
এরপর উরফি আরও বিস্ফোরক। লেখেন, ‘আমার পিরিয়ড শুরুর প্রথম দিনে শ্যুটটা করেছি। ফলে একটু ব্লোটেড ছিলাম। তাই সেমি-প্রেগন্যান্ট লাগছে আমাকে।’অর্থাৎ, উরফি বোঝালেন, তিনি প্রেগন্যান্ট নন, পিরিয়ডের কারণে ওরকম লাগছে।
(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এজে)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

শিল্পকলায় চিত্রশিল্পী ফরিদা ইয়াসমিনের চিত্র প্রদর্শনীর উদ্বোধন

মধ্যরাতে শাকিবের হোটেল কক্ষে নারী কী করছিলেন? প্রশ্ন বুবলীর

এখনকার হিন্দি গানকে ধুয়ে দিলেন কুমার সানু

ইংরেজিতে এত পারদর্শী সাবিলা নূর!

প্রশংসিত সৈয়দ অমির ‘মন কান্দে’

খুনের হুমকির পরই বাড়ানো হলো সালমান খানের নিরাপত্তা

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন শাকিব খান

নানা অপরাধের পরও ‘তুলসী পাতা’ মাহির স্বামী রকিব! প্রকাশ্যে পিলে চমকানো তথ্য

এস কে সমীরের সংগীতায়োজনে ‘ফুলজান’ ছবির আইটেম গানে রেশমি
