বুধবার ভারত-নিউজিল্যান্ডের সিরিজ নির্ধারণী ম্যাচ

তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে একটি করে জয় পেয়েছে ভারত ও নিউজিল্যান্ড। ফলে তৃতীয় টি-টোয়েন্টিটি হয়ে দাঁড়িয়েছেন সিরিজ নির্ধারণী। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আগামীকাল মাঠে নামছে দুদল। আহমেদাবাদে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
রাঁচিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ২১ রানের জয় পেয়েছিল সফররত নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেলের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানের সংগ্রহ পায় কিউইরা। জবাবে খেলতে নেমে ১৫৫ রানেই থেমে যায় স্বাগতিক ভারতের ইনিংস।
তবে দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় ভারত। বোলারদের দুর্দান্ত নৈপুন্যে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় হার্দিক পান্ডিয়ারা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৯৯ রানে থামে কিউইরা। জবাবে খেলতে নেমে ১ বল বাকি থাকতে জয় নিশ্চিত হয় ভারতের।
টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ২৪টি ম্যাচে পরস্পরের বিপক্ষে মাঠে নেমেছে ভারত ও নিউজিল্যান্ড। এর মধ্যে ভারতের জয় ১৩টিতে, নিউজিল্যান্ডের ১০টিতে। আর একটি ম্যাচ টাই হয়।
ভারতের সম্ভাব্য একাদশ:
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, রাহুল ত্রিপাঠি, উমরান মালিক ও শিবম।
নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ :
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লুকি ফার্গুসন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ও ইশ সোধি।
(ঢাকাটাইমস/৩১জানুয়ারি/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে

বৃষ্টি বাগড়ায় খেলা শুরু হতে দেরি

রেকর্ডগড়া সেঞ্চুরির দিনে সাত হাজারি ক্লাবে মুশফিক

৬০ বলে মুশফিকের সেঞ্চুরি, রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

মুশফিকের ঝড়ো ফিফটি, তিন ছাড়াল টাইগাররা

১০ বলের ব্যবধানে সাজঘরে সাকিব-শান্ত

লিটনের বিদায়ের পর শান্তর ফিফটি

লিটনের ফিফটি, বাংলাদেশের একশ পার

শিরোপা জিতে র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন আলকারাজ
