উন্নত রাষ্ট্র বিনির্মাণে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে।

বুধবার অপরাজেয় বাংলার পাদদেশে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব আন্ত:ধর্মীয় সম্প্রীতি সপ্তাহ’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে সপ্তাহ-ব্যাপী এই কর্মসূচি উদযাপিত হচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আন্ত:ধর্মীয় ও আন্ত:সাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক ড. ফাজরীন হুদাসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ধর্মের মৌলিক বাণী অনুধাবনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক ধর্মেই মানব কল্যাণের জন্য কাজ করার কথা বলা হয়েছে। আন্ত:ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অসাম্প্রদায়িক, মানবিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সমাজে আন্ত:ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে হবে। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ।

উল্লেখ্য, সপ্তাহব্যাপী এই আয়োজনের মধ্যে রয়েছে সেমিনার, র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, বাউল গান ও কনসার্ট।

(ঢাকাটাইমস/০১ফেব্রুয়ারি/এসকে)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

স্নাতকদের আত্মকর্মসংস্থানে নিয়োজিত হওয়ার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর 

উপবৃত্তির অ্যাকাউন্ট নগদ-এ রূপান্তরের সময় বাড়ল

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল রবিবার, জানবেন যেভাবে

ব্রাহ্মণবাড়িয়ার ঢাবি পড়ুয়াদের নেতৃত্বে মাহমুদ-রিয়াদ

রাবিপ্রবিতে ‘সি’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৭৫.৫০ শতাংশ

স্কুল-কলেজের সভাপতিকে হতে হবে এইচএসসি পাস, গেজেট জারি

ঢাবির সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও অগ্রায়ন অনুষ্ঠিত

শেষ হলো ঢাবি অধিভুক্ত ৭ কলেজের প্রথমদিনের ভর্তি পরীক্ষা

ঢাবির সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ও অগ্রায়ন আজ

বেরোবিতে সাংবাদিকতা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ চেয়ে আইনি নোটিশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :