নীলফামারীর অপহরণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩২
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে অপহরণ মামলার প্রধান পলাতক আসামি সুনীল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। এ ঘটনায় সাবিনা আক্তান নামে এক কিশোরী ভুক্তভোগীকেও উদ্ধার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাবের ভাষ্যমতে, বুধবার বিকাল চারটার দিকে সুনীল চন্দ্র রায়কে নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময়ে তার কাছ থেকে সাবিনা আক্তার নামে এক ১৩ বছর বয়সী কিশোরীকেও উদ্ধার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, চলতি বছরের ১ জানুয়ারি জলঢাকা থানার একটি অপহরণ মামলার প্রধান আসামি সুনীল। মামলা হওয়ার পর থেকে সুনীল দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত সুনীল চন্দ্র রায় নীলফামারী জেলার জলঢাকা থানার সতীঘাট গোদের বাজার গ্রামের শ্রী প্রভাত চন্দ্র রায়ের ছেলে।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলিছি, আমরা লজ্জিত: জামায়াত আমির
গাজায় খাবারের অভাবে মানুষের জীবন হুমকির মুখে, ডব্লিউএফপি’র সতর্কবার্তা
এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানালো তদন্তকারী সংস্থা
ফিরে দেখা ১২ জুলাই: ছুটির দিনের বিকালে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল সারা দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা